`ছোট বাচ্চাদের বাইরে আনবেন না`, সইফ-করিনাকে সাবধান করল পুলিস
মেরিন ড্রাইভে দেখা যায় সইফ, করিনাকে
নিজস্ব প্রতিবেদন : করিনা এবং তৈমুরকে নিয়ে মুম্বইয়ের মেরিন ড্রাইভে বেরিয়েছিলেন সইফ আলি খান। বলিউডের নবাব-বেগমের সেই ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশের আক্রমণের মুখে পড়েন তাঁরা। মাস্ক না পরে কেন সইফ বাইরে বেরিয়েছেন, তা নিয়ে তোলা হয় প্রশ্ন।
সইফ, করিনা, তৈমুরের সেই ছবি এবং ভিডিয়োর পাশাপাশি প্রকাশ্যে আসে আরও একটি ক্লিপ। যেখানে সইফ, করিনাকে উদ্দেশ্য করে সতর্ক করেন এক পুলিস কর্মী। তৈমুরকে দেখে তিনি বলেন, 'ছোট বাচ্ছাদের এই সময় বাইরে বের করা যাবে না'। ওই পুলিস কর্মীর সতর্কতা শুনে পালটা মন্তব্য করেন সইফ-করিনা। তাঁরা একযোগে বলে ওঠেন, 'বাইরে আনা যাবে না?'
আরও পড়ুন : মাস্ক পরেননি কেন? মহামারীর মধ্যে মানুষকে ভুল বার্তা দিচ্ছেন এই তারকারা, আক্রমণ 'সইফিনা'-কে
যদিও ওই পুলিস কর্মীর সতর্কতা শুনে দ্বিতীয় আর বাক্যব্যয় করেননি সইফ, করিনা। সঙ্গে সঙ্গে মেরিন ড্রাইভ থেকে বাড়ির দিকে পা বাড়ান তাঁরা।