নিজস্ব প্রতিবেদন: ৭৮ তম ভেনিস ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসব ( 78th Venice International Film Festival) জায়গা করে নিয়েছে জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্তের (Aditya Vikram Sengupta) ছবি 'ওয়ানস আপন আ টাইম ইন ক্যালকাটা' (Once Upon A Time In Calcutta)। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র। অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ব্রাত্য বসু। এ পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু এবারে ছবি শিরোনামে জায়গা করে নিল কপিরাইট ইস্যুতে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ছবির 'টাইটেল চুরি' হয়েছে, আদিত্য বিক্রমের নতুন বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন উর্মিলা মাঝি নামে প্রযোজক। তাঁর বক্তব্য, এই একই নামে ছবির চিত্রনাট্য রেজিস্টার করেছিলেন। শুধু তাই নয়, কপিরাইটের নিয়ম মেনে ২০১৯ এবং ২০২০ সালে তা পুর্ননবীকরণও করেছেন। 



এদিকে পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্তরও ছবির নামের কপিরাইট করানো। পরিচালকের বক্তব্য , তাঁর আগের ছবি জোনাকির সময়েও একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন তিনি। পরবর্তীতে ছবির টাইটেলে বদল এনে সমাধান করেছিলেন। 



আরও পড়ুন, Raj Kundra Porn Case: জেল হেফাজতেই থাকবেন Raj Kundra, জামিনের শুনানি ৭ অগাস্ট পর্যন্ত মুলতুবি হল


তবে উর্মিলা মাঝি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া দেখে এই বিষয়টি সম্পর্কে জানতে পারেন। যদিও তিনি নিশ্চিত ছবির গল্প আলাদাই হবে। কিন্তু ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচারস অ্যাসোসিয়েশন (EIMPA)কীভাবে এই ধরণের সাংঘাতিক ভুল করতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি? 


প্রসঙ্গত, বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি ‘ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা’। এই ছবির ক্যামেরার নেপথ্যে রয়েছেন পাম ডি'অর বিজয়ী গোখান তিরিয়াকি এবং সঙ্গীত পরিচালনা করেছেন, ডাচ সুরকার মিনকো এগার্সম্যান।  ১ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ভেনিস চলচ্চিত্র উৎসব। কিন্তু তার আগেই এই বিতর্কে অস্বস্তিতে সকলেই। যদিও এ বিষয়ে ইম্পার সঙ্গে যোগাযোগ করা যায়নি। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)