নিজস্ব প্রতিবেদন : ​করোনা ভাইরাসের সক্রমণ রুখে দিতে গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। প্রথম ২ দফার পর বর্তমানে ফের ৩ দফার লকডাউন চলছে গোটা দেশ জুড়ে। লকডাউনের মধ্যেই এবার মদের দোকান খোলার অনুমতি দিয়েছে সরকার। ফলে সরকারের ওই সিদ্ধান্তের পরই মদের দোকানের সামনে লম্বা লাইন চোখে পড়তে শুরু করে। যা নিয়ে জোর আলোচনা এবং সমালোচনা শুরু হয়ে যায় সামাজিক মাধ্যম জুড়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মদের দোকান খোলার পরপরই তার সামেন কীভাবে মানুষ হুমড়ি খেয়ে লাইন দিতে শুরু করেছেন, সেই ছবি তুলে ধরলেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। 


আরও পড়ুন : 'দেখুন মদের দোকানের সামনে কারা দাড়িয়ে', রাম গোপালের ট্যুইট ঘিরে জোর সমালোচনা


মদের দোকানের সামনে কীভাবে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকছেন, সেই ছবি তুলে ধরতে মুম্বইয়ের বিভিন্ন রাস্তায় ঘুরতে শুরু করেন মল্লিকা। সেখানেই দেখা যায়, লকডাউনের মধ্যে কীভাবে মদের দোকানের সামনে লাইন দিচ্ছেন। বলিউডের মাইয়া মাইয়া গার্লের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ফের একদফা সমালোচনা শুরু হয়ে যায় সামাজিক মাধ্যমে। 


দেখুন সেই ভিডিয়ো...


 



এদিকে মদের দোকানের সামনে মহিলাদের দাঁড়িয়ে থাকতে দেখে, প্রশ্ন তোলেন চলচ্চিত্র পরিচালক রাম গোপাল বর্মা। বলিউড পরিচালকের ওই মন্তব্যের পর তাঁকে পালটা কটাক্ষ করেন গায়িকা সোনা মহাপাত্র। যা নিয়ে সরগরম হয়ে ওঠে ট্যুইটার।


আরও পড়ুন : মদের দোকান খোলায় বাড়বে গার্হস্থ হিংসা, সরকারি সিদ্ধান্তের বিরোধিতা মালাইকার


তবে লকডাউনের মধ্যে মদের দোকান খোলায় সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করেন মালাইকা অরোরা।