নিজস্ব প্রতিবেদন : করোনা সংক্রমণ রুখতে এবার দেশে জরুরি অবস্থা জারি করে সেনা নামানো উচিত। এমনটাই মনে করছেন বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। সম্প্রতি, এবিষয়ে নিজের মতামত জানিয়ে টুইট করেছেন অভিনেতা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনার সংক্রমণ রুখতে গোটা দেশে লকডাউন চলছে। খুব প্রয়োজন ছাড়া মানুষকে বাড়ি বাইরে বের হতে সরকারি তরফে নিষেধ করা হয়েছে। তবুও কিছু লোকজন সরকারি নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্যি বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছেন। যা প্রায় দিনই বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে আসছে। আর এই পরিস্থিতিতেই বেজায় চটেছেন বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। নিজের ক্ষোভ টুইটারে উগরে দিয়েছেন অভিনেতা। তিনি লিখেছেন, ''আজ এটা হল, কাল না জানি আর কী কী হবে? এই জন্যই আমার মনে হয় সেনা নামানো উচিত। জরুরি অবস্থা জারি করা উচিত।''


আরও পড়ুন-লকডাউনের জন্য পরিচারিকার ছুটি, মেয়েকে দিয়েই সব কাজ করাচ্ছেন হিনা খানের মা!



তবে বেশ কয়েকদিন আগেও একটি টুইটে ঋষি কাপুর জরুরি আবস্থা জারির পক্ষে সওয়াল করেছিলেন। ''প্রিয় ভারতবাসী, আমার মনে হয় আমাদের দেশে জরুরি অবস্থা জারি করা উচিত। দেখুন গোটা দেশে কী কী সব হচ্ছে। যদি টেলিভিশন চ্যানেলের খবরে বিশ্বাস করতে হয়, তাহলে কিছু বলার নেই। কিছু লোকজন পুলিসকে ধরে পেটাচ্ছেন, কখনও আবার স্বাস্থ্যকর্মীদের। এখান আর কোনও রাস্তা নেই। এটাই আমাদের সকলের পক্ষে ভালো। চারিদিকে আতঙ্ক তৈরি হয়েছে।''



প্রসঙ্গত, কিছুদিন আগে আবার টুইটারে বৈধ মদের দোকান খোলা রাখার কথা বলে সমালোচনার মুখে পড়েছিলেন ঋষি কাপুর। 


আরও পড়ুন-বড়লোকের বিটি লো'র মতো গান যিনি সৃষ্টি করতে পারেন, তিনি মহান শিল্পী : বাদশা