করোনার থাবা, চলে গেলেন `কান্ট্রি ফোক`-এর গায়ক জন প্রিন
প্রয়াত গায়কের স্ত্রী ওই খবর জানান
নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চলে গেলেন কান্ট্রি ফোক-এর গায়ক জন প্রিন। মৃত্য়ুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। মঙ্গলবার গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত এই গায়কের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে আসে।
রিপোর্টে প্রকাশ, গত ২৬ মার্চ থেকে হাসপাতালে ভর্তি ছিলেন জন প্রিন। শরীরে কোভিড ১৯-এর উপসর্গ দেখা দেওার পরই তড়িঘড়ি ন্যাসভিলের হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। করোনা থাবা বসাতেই জন প্রিনের শ্বাসকষ্ট বাড়তে শুরু করে। চিকিতসায় সাড়া দিচ্ছিলেন কিন্তু ক্রমশ নিস্তেজ হয়ে আসছিলেন তিনি। এরপরই মঙ্গলবার মৃত্যু হয় এই জনপ্রিয় গায়কের। জন প্রিনের মৃত্যুর পর প্রয়াত গায়কের স্ত্রী ফিওনা প্রিন সংবাদমাধ্যমকে এই খবর জানান।
সম্প্রতি কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে চলে যান আরও এক গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত গায়ক অ্যাডাম স্কলেঞ্জার। অ্যাডামের মৃত্যুর কয়েকদিনের মধ্যেই এবার করোনার মারণ ছোবলে শেষ হল জন প্রিনের যাত্রা।