ওয়েব ডেস্ক: এযাত্রায় বেঁচে গেলেন দুই খানই। শাহরুখ ও সলমনের বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে এফআইআর করার আর্জি খারিজ করে দিল দিল্লির নগর দায়রা আদালত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বিগ বস-৯ এর সেটে মন্দিরের মধ্যে জুতো পরে ঢুকেছিলেন শাহরুখ ও সলমন খান। আর এতেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে এই ছিল তাঁদের বিরুদ্ধে অভিযোগ।


বিচারক এফআইআরের আর্জি খারিজ করলেও অভিযোগকারীকে তার আভিযোগের সপক্ষে তথ্য প্রমাণ আদালতে পেশ করার অনুমতি দিয়েছেন।


আসলে, বিগ বস-৯ এর পরিচালক ভেবেছিলেন, শাহরুখ-সলমন যেহেতু বহুদিন পর একসঙ্গে কোনও অনুষ্ঠানে একই ফ্রেমে আসছেন তাই তাদের একটা কালী মন্দিরে মিলন ঘটাতে। ঠিক যেরকম হয়েছিল, তাঁদের অভিনীত ছবি 'করণ-আর্জুন'-এ তাঁদের পুনর্জন্মের পরে।


পুলিশ জানিয়েছে যে চ্যানেলের তরফ থেকে তাদের জানানো হয়েছে যে, গোটা ব্যাপারটা কোনও ভাবেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিপ্রায় নিয়ে করা হয়নি। এটাছিল কেবলই বিনোদনের উদ্দেশ্যে। এবং শুটিংটাও কোনও মন্দিরে হয়নি, হয়েছিল স্টুডিওর সেটে তৈরী নকল মন্দিরে।