নিজস্ব প্রতিবেদন : ​বলিউডের পর এবার টেলিভিশন দুনিয়ার শ্রমিকদের পাশে দাঁড়ালেন হৃত্বিক রোশন। সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের তহবিলে ২৫ লক্ষ দিয়েছেন বলিউড অভিনেতা। সংশ্লিষ্ট সংস্থার তরফে জানানো হয়েছে এই খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে যে লকডাউন চলছে, তার জেরে বন্ধ বিনোদন জগত। ফলে বলিউড এবং টেলি টাউনের বহু দৈনিক রোজগেরে পরিবারের পেটে খাবার যোগানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। লকডাউনের জেরে যে সঙ্কট চলছে, তার থেকে মুক্তির জন্য দৈনিক রোজগেরে শ্রমিক পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন বি টাউনের তাবড় অভিনেতারা।


আরও পড়ুন  : ধর্মীয় উস্কানি দিয়ে ঘৃণা ছড়ানোর অভিযোগ, কঙ্গনার দিদির বিরুদ্ধে পুলিসের দ্বারস্থ সুজানের বোন


সলমন খানের পাশাপাশি শ্রমিক পরিবারগুলির পাশে দাঁড়াচ্ছেন অক্ষয় কুমার, শাহরুখ খানরা। সেই তালিকা থেকে বাদ পড়েননি হৃত্বিক। বলিউডের পর এবার টেলি টাউনের পাশে দাঁড়িয়ে দৈনিক রোজগেরে শ্রমিকদের সাহায্যের জন্য এগিয়ে আসেন অভিনেতা।


এসবের পাশাপাশি প্রায় লক্ষাধিক অসহায় মানুষের খাবারের জোগাড়ে ব্যস্ত হৃত্বিক। সেবচ্ছাসেবী সংস্থা অক্ষয় পাত্রের হাত ধরে এক কাজ শুরু করেছেন তিনি। শ্রমিক পরিবারের পাশাপাশি বৃদ্ধাশ্রমের অসহায় মানুষকেও অন্ন যোগাচ্ছেন বলিউডের এই 'গ্রিক গড'।