অন্ধকার কাটিয়ে ফের ঘুরে দাঁড়াক বাংলা, সাহায্যের আবেদন টলিউড তারকাদের
সাধারণ মানুষের পাশাপাশি বলিউড সেলেবরাও আমফান বিধ্বস্ত বাংলা এবং ওড়িশার মানুষের জন্য প্রার্থনা শুরু করেছেন।
নিজস্ব প্রতিবেদন : আমফানের দাপট বিধ্বস্ত প্রয় গোটা বাংলা। কলকাতা-সহ দুই চব্বিশ পরগণা, হাওড়া, হুগলি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দাপট দেখায় এই প্রবল ঘূর্ণিঝড়। আমফানের দাপটে যখন প্রায় লণ্ডভণ্ড রাজ্যের বেশ কিছু এলাকা, তখন সেই ছবি দেখে শিউরে উঠেছেন গোটা দেশের মানুষ। ফলে সাধারণ মানুষের পাশাপাশি বলিউড সেলেবরাও আমফান বিধ্বস্ত বাংলা এবং ওড়িশার মানুষের জন্য প্রার্থনা শুরু করেছেন।
করিনা কাপুর খান থেকে অনুষ্কা শর্মা কিংবা করণ জোহর অথবা শাহরুখ খান। বাংলার মানুষের জন্য করজোড়ে প্রার্থনা শুরু করেছেন তারকারা। টলিউড তারকারাও বাংলার মানুষের জন্য প্রার্থনা শুরু করেছেন। পাশাপাশি এই দুর্যোগ কাটিয়ে বাংলা যাতে আবার ছন্দে ফিরতে পারে, মানুষ যাতে বাঁচতে পারে, সেই প্রার্থনা করেন অভিনেতা, অভিনেত্রীরা।
শ্রীজিত মুখোপাধ্যায় থেকে শুরু করে রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষরা প্রার্থনা শুরু করেছেন বাংলার জন্য। পাশাপাশি আমফানে ক্ষতিগ্রস্থরা যাতে আবার নতুন করে াবঁচতে পারেন, তার জন্য সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসার আহ্বানও করেন তরকারা।