ওয়েব ডেস্ক: দিশা দেখালেন ডাব্বু। সেই পথেই হাঁটলেন দিশা। ব্যাস। সবার চোখ এখন সেদিকেই। প্রথমবার ক্যালেন্ডারের পাতায় নিজেকে উজার করলেন, নজর কাড়লেন সব্বার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


দিশা পটানি। লোফার, ধোনি ছবিতে তাঁকে এতভাল করে নজরে পড়েনি দর্শকদের। আসলে মন দিয়ে দেখেননি যে। এবার দেখছেন। বারবার দেখছেন। ডাব্বু রতনানির ক্যালেন্ডারের শুটে তিনি যে টপলেস। তবে এরম টপমুক্ত অনেক নায়িকাই ধরা দিয়েছেন ডাব্বুর ক্যামেরার সামনে। কিন্তু প্রথমবার এই শুটে চান্স পে ডান্স করলেন দিশা। তাই বচ্চন পরিবার হোক বা শাহরুখ, দিশাকেই খুঁজছে সবার নজর। প্রথমবারই ডাব্বুর ক্যালেন্ডারের জন্য নিজেকে মেলে ধরেছেন টাইগার শ্রফ। একেবারে শার্টলেস। দিশার মত তিনিও! হবে নাই বা কেন, তাঁরা নাকি প্রেমও যে করছেন। একসঙ্গে তো বেফিকরা ভিডিওর জন্য কাজ করেছেন। তাই এমন মতের মিল, থুড়ি শটের মিল।সঙ্গে রয়েছেন সানি লিওনিও। তিনিও এবার এন্ট্রি নিয়েছেন ডাব্বুর ক্যালেন্ডারে। গোল্ডেন ড্রেসে গোল্ডেন গার্ল। এছাড়াও প্রতিবার যেই তাড়কারা থাকেন ডাব্বু রতনানির ক্যালেন্ডারে, তাঁরা তো থাকছেনই।