ওয়েব ডেস্ক : ট্যাটু করানো তাঁর শখ। শরীরের কোথাওই বোধহয় বাদ রাখেননি ট্যাটু করাতে। সেই ট্যাটুই যে তাঁকে এমন বিপদে ফেলবে, তা বোধহয় তিনি ঘুণাক্ষরেও ভাবেননি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অ্যাকশন মুভিতে ছবির নায়ক-নায়িকারা বডি ডাবল ব্যবহার করেন। কিন্তু, তাই বলে বাট ডাবল? হ্যাঁ। ফিফটি শেডস অফ গ্রে-র জন্য এমনটাই করতে হয়েছে ডাকোটা জনসনকে। সৌজন্যে ট্যাটু।


ট্যাটু রয়েছে। তাই শুটিংয়ে আপত্তি জানান পরিচালক। কারণ তাঁর চাই ক্লিয়ার স্কিন বাট। অগত্যা উপায়? বাট ডাবল। এরকম ঘটনা এর আগে হয়েছে কি না তা অবশ্য চলচ্চিত্র সমালোচকরাই বলতে পারবেন।