ওয়েব ডেস্ক: ফের ভোটের ময়দানে 'ড্রামা ক্যুইন' রাখি সাওয়ান্ত। ২০১৪ লোকসভা ভোটে জামানত জব্দ হওয়া রাখি এবার আসন্ন উত্তরপ্রদেশে বিধানসভা ভোটে লড়বেন। তাও আবার খোদ মায়াবতীর বিরুদ্ধে। বিজেপি-র ছোট জোটসঙ্গী দল রিপাবলিকান পার্টির প্রধান রামদাস বলেন, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে তাঁর দল প্রতিদ্বন্দ্বিতা করবে। আরও পড়ুন-সানির নাচ আর সেন্সর বোর্ড রামদাস বলেন, মায়াবতী যদি ভোটে দাঁড়ায় তাহলে আমরা প্রার্থী দেবোই। সেক্ষেত্রে রামদাসের দলের প্রার্থী হবেন রাখি সাওয়ান্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- সানির নাচ আর সেন্সর বোর্ড


রামদাসই জানান, রাখি সাওয়ান্ত হলেন তার দলের মহিলা সংগঠনের প্রধান। বিজেপি-র সঙ্গে জোট করে মায়াবতীকে হারাতে উত্‍সাহী রামদাস। তবে জোট না হলেও মায়াকে হারাতে রাখিকেই প্রার্থী করা হবে বলে তিনি জানান। ২০১৪ লোকসভা নির্বাচনের আগে নিজের পার্টি তৈরি করেছিলেন রাখি। নাম দিয়েছিলেন রাষ্ট্রীয় আম পার্টি। কাঁচা লঙ্কা চিহ্ণ নিয়ে দাঁড়িয়ে রাখি মাত্র শ'খানেক ভোট পেয়েছিলেন।