নিজস্ব প্রতিবেদন: নারদা কাণ্ড নিয়ে অদ্ভুত একটা যুক্তি সামনে আনলেন দেবলীনা কুমার। তিনি চিরকালই স্পষ্টভাষী। কিন্তু কোনও পক্ষ না নিয়েই নারদা কাণ্ড নিয়ে মুখ খুললেন দেবাশিস কুমারের মেয়ে তথা গৌরবের স্ত্রী। যাতে সম্মতি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার একাংশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 নারদা স্টিং মামলায় সোমবার সকালে তৃণমূলের তিনজন হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim), সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee), মদন মিত্র (Madan Mitra) এবং প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovon Chatterjee)-কে গ্রেফতার করে সিবিআই। বাড়ি থেকে নিজাম প্যালেস আনা হয় তাঁদের। সতীর্থদের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রায় ছ ঘণ্টা নিজাম প্যালেসে সিবিআই দফতরে বসে থাকেন তিনি। সোমবার দিনভর নাটকের পর নিম্ন আদালতে চারজনের জামিন মঞ্জুর হয়। কিন্তু পরবর্তীতে হাইকোর্ট সেই জামিনের উপর স্থগিতাদেশ দেয়। 


এরপরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমারের মেয়ের। যে পোস্টটি তিনি শেয়ার করেছেন, তাতে লেখা রয়েছে, ‘৪ নেতা-মন্ত্রী মাত্র ৫ লাখ টাকার জন্য কেন ছুঁচো মেরে হাত গন্ধ করবেন? ক্ষমতাশালীরা কেন এত সামান্য টাকা ঘুষ খাবেন? ৫ লাখ টাকায় কী হয়? কারণ, আমি যে গাড়ি ব্যবহার করি, তার গাড়ির দামই ৫ লাখ টাকার বেশি।  নারদা কাণ্ড সাজানো নয় তো?''


 



ঘুষ নেওয়ার মুহূর্তে ক্যামেরা বন্দী তারপরই  স্টিং অপারেশনের খেতাব। এত কম টাকা ঘুষ।  গোটা বিষয়টির গোড়ায় গণ্ডগোল আছে বলে মনে করেছেন দেবলীনা।  পোস্টের শেষে এ কথাও বলা হয়েছে, মতামত সম্পূর্ণ ব্যক্তিগত।