নিজস্ব প্রতিবেদন : পা ভেঙেছিল, গত তিনমাস ধরে অভিনেত্রী দেবলীনা দত্তের (Debleena Dutt) বাড়িতেই ছিল তার আশ্রয়। তবে এখন একটু সুস্থ হতেই সে ফিরে গিয়েছে নিজের আশ্রয়ে। সোনুর জন্য তাই মন খারাপ দেবলীনার (Debleena Dutt)। সেকথাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেবলীনার (Debleena Dutt) প্রিয় এই সোনু হল একটি টিয়া পাখি। পা ভাঙায় সে আশ্রয় নিয়েছিল অভিনেত্রীর বাড়িতে। সোনুর সঙ্গে সকলের আলাপও করিয়ে দিয়ে দেবলীনা (Debleena Dutt) ফেসবুকে লিখেছেন, ''গত তিনমাস ধরে আমার ভাসুর, জা, ও ভাসুরজি ওর ভাঙা পা সারিয়ে তুলেছেন। সোনু হয়ে উঠেছিল বাড়ির সবথেকে আদরের সদস্য। আকাশে ওর বন্ধুদের সঙ্গে উড়ে যাওয়ার আগে এটাই ছিল ওর আমাকে দেওয়া শেষ আদর। মন খারাপ, তবে জানি সোনু ভালো আছে।''


আরও পড়ুন-চারিদিকে সমালোচনা! 'কুছ পরোয়া নেহি', নিজের চোখে ভালো হওয়াটাই যথেষ্ট মনে করছেন Yash?



প্রিয় সোনুর শেষ আদরের লেন্সবন্দি কিছুর মুহূর্তও ফেসবুকে পোস্ট করেছেন দেবলীনা (Debleena Dutt)।



দেবলীনা দত্তের (Debleena Dutt) শেয়ার করা এই ছবি ও ভিডিয়োর নিজে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)