জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলার অন্যতম জনপ্রিয় ও বিশিষ্ট সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র। তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে চোখ রাখলে মনে হয় তিনি একজন ভালো অঙ্কনশিল্পীও। কিন্তু পরিবেশ দিবসে একটি হাতে আঁকা ছবি পোস্ট করেই বিপাকে পড়লেন সংগীত পরিচালক। বিদেশি পেইন্টারদের ছবি চুরি করেছেন তিনি, অভিযোগে ভরে উঠল সোশ্যাল মিডিয়ার ওয়াল। কেন এই ছবি পোস্ট করলেন, সাফাইও দিলেন শিল্পী কিন্তু মন ভিজল না নেটপাড়ার। উল্টে বাড়ল রাগ। নেটিজেনদের দাবি, অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Kangana Ranaut Slapped Case: 'খালিস্তানি' বলার শাস্তি দিতেই কঙ্গনাকে কষিয়ে চড়, কৌরকে বাঁচাতে আসছেন কৃষকরা...


বিশ্ব পরিবেশ দিবসে নিজের ভ্যারিফায়েড ফেসবুক প্রোফাইলে হাতে আঁকা ছবি পোস্ট করেন দেবজ্যোতি। ছবিতে দেখা যাচ্ছে সবুজ জঙ্গল ও পাহাড়। ছবি পোস্ট করে দেবজ্যোতি লিখেছেন, ‘জল রং আর ওয়াশে সবুজ এঁকে ফেলা যায়...ফেললামও। তার পর! সবুজ বনবীথিকা রক্ষার জন্য কী করছি আমরা!!' অতীব সুন্দর সেই ছবি দেখে মুগ্ধ নেটপাড়া। প্রশংসায় ভরিয়ে দেন দেবজ্যোতি মিশ্রকে। কিন্তু ধরে ফেললেন যাঁরা অঙ্কনশিল্প নিয়ে ওয়াকিবহাল তাঁরা। ছবিটি আসলে ইতালির প্রখ্যাত চিত্রকর জিওভান্নি বলদিনির আঁকা। নাম ‘আ পাথ থ্রু ট্রিজ ইন দ্য বোয়া দে বোলোনে’। 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)