নিজস্ব প্রতিবেদন : চলতি বছরই বিয়ে করছেন তাঁরা। আগামী ১০ নভেম্বরই নাকি গাঁটছড়া বাঁধছেন দীপিকা পাডুকন এবং রণবীর সিং। ফিল্মফেয়ার-এর খবর অনুযায়ী, ইতালির কোনও বিলাসবহুল হোটেলে কিংবা বেঙ্গালুরুর কোনও পাঁচতারা হোটেলে বিয়ের পিঁড়িতে বসতে পারেন রণবীর, দীপিকা। এ বিষয়ে কোনও পরিবারের তরফে মন্তব্য না করা হলেও, সংশ্লিষ্ঠ সংবাদমাধ্যমের ওই খবর প্রকাশিত হওয়ার পর থেকেই জোর জল্পনা শুরু হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : 'সহজ চাই না, ছেলের দায়িত্ব নিতে অস্বীকার করেছে রাহুল', বিস্ফোরক প্রিয়াঙ্কা


জানা যাচ্ছে, মাত্র কয়েক সপ্তাহ আগেই দীপিকা এবং রণবীরের বিয়ের দিন তারিখ স্থির করা হয়েছে। দু’জনের বিয়ের আগে ‘রোকা সেরিমনি’-ও হয়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে। কিন্তু, রিসেপশন কোথায় হবে, সে বিষয়ে জানা যায়নি কিছু।


আরও পড়ুন : রণবীর, আলিয়ার বিয়ের দিন ঠিক হয়ে গেল!


এদিকে রাজস্থানের উদয়পুর প্যালেসেও রণবীর, দীপিকার বিয়ের আসর বসতে পারে বলে শোনা যাচ্ছিল। কিন্তু, বেশ কিছু সমস্যার জন্য রাজবাড়িতে বিয়ের অনুষ্ঠানে না করে দিয়েছেন বলিউডের ওই সেলেব জুটি।