দীপবীরের রিসেপশন: `রেড হট` লুকে দীপিকা, টাক্সিডোতে নজর কাড়লেন রণবীর
১ ডিসেম্বর, শনিবার বলিউডের রিসেপশন পার্টিতে সকলকে চমকে দিলেন দীপ্পি।
নিজস্ব প্রতিবেদন: সিন্ধি, কঙ্কোনি রীতিতে বিয়ে থেকে শুরু করে বেঙ্গালুরু রিসেপশন, মুম্বই রিসেপশন, সবেতেই ট্রাডিশনাল ভারতীয় পোশাকে সেজেছিলেন দীপিকা। সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিতে যাওয়ার সময়ও দীপিকার পরনে ছিল ট্রাডিশনাল সালোয়ার কুর্তা। তবে ১ ডিসেম্ব, শনিবার বলিউডের রিসেপশন পার্টিতে সকলকে চমকে দিলেন দীপ্পি।
বলিউডের রিসেপশনে 'রেড হট' লুকে সামনে এলেন দীপিকা। আর রণবীরের দেখা দিলেন টাক্সিডোতে।
আরও পড়ুন-প্রিয়াঙ্কা-নিকের মেহেন্দি, প্রকাশ্যে এল ছবি...
বলাই বাহুল্য দীপবীরের বিয়ের অনুষ্ঠান থেকে আগের দুটি রিসেপশন পার্টি, সবেতেই চমকে দিয়েছেন বলিউডের এই 'আইটি কাপল'। তবে বলিউডের রিসেপশন পার্টিতে যে তাঁদের এভাবে দেখা যাবে তা হয়ত কেউ আশা করেননি। শনিবার গ্র্যান্ড হায়াতে রাখা হয়েছে দীপবীরের এই বলিউড রিসেপশন পার্টি। যেটিকে লাল ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে।
এখানে উপস্থিত থাকবেন বি-টাউনের তাবড় তাবড় ব্যাক্তিত্ব। অন্যদিকে রাজস্থানের যোধপুরে প্রিয়াঙ্কা নিকের বিয়ে উপলক্ষ্যে আলোর রোশানাইয়ে ভরে গেছে উমেদ ভবন।
আরও পড়ুন-বিয়ের পর প্রকাশ্যে প্রথম মিউজিক ভিডিও, নিকের গানে নাচলেন প্রিয়াঙ্কা