নিজস্ব প্রতিবেদন : দীপিকাকে যখন প্রথম দেখেছিলেন, সেই সময় থেকেই মুগ্ধ হয়ে যান। যেন দিপ্পির খেয়ালেই সব সময় ডুবে থাকতেন। বিয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনই জানান রণবীর সিং। যা নিয়ে ইতিমধ্যেই বেশ চর্চা শুরু হয়ে গিয়েছে বি টাউনে। কিন্তু, রণবীর যা-ই বলুন না কেন, এবার তাঁর স্ত্রী দীপিকা যা বললেন, তা শুনলে অবাক হয়ে যাবেন অনেকেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : নিক-প্রিয়াঙ্কার অন্তরঙ্গ মুহূর্ত যেন উত্তাপ বাড়াচ্ছে, দেখুন
সম্প্রতি একটি পোর্টালের মুখোমুখি হয়ে দীপিকা বলেন, রণবীর সিং-এর সঙ্গে ৬ বছরের সম্পর্কের পর তাঁরা বিয়ে করেছেন ঠিকই, কিন্তু 'বাজিরাও'-এর সঙ্গে নাকি ৪ বছর আগেই তাঁর বাগদান পর্ব সারা হয়ে গিয়েছিল। অর্থাত, রণবীরের সঙ্গে দীপিকার 'এনগেজমেন্ট' হয়ে গিয়েছিল গত ৪ বছর আগে? যা শুনে অনেকেই ভ্রু কুঁচকেছেন। কিন্তু, যে যা-ই বলুন না কেন, রণবীর-দীপিকা যে এতদিন তাবড় সংবাদমাধ্যমের চোখে ধুলো দিয়েই তাঁদের সম্পর্ককে এগিয়ে নিয়ে গিয়েছেন, তা 'মস্তানি'-র কথা থেকেই একদম স্পষ্ট।


আরও পড়ুন : মেয়েকে নিয়ে দেশ ছাড়ালেন অভিষেক, ঐশ্বর্য
এদিকে 'রামলীলা'-র সময় থেকেই নাকি রণবীর-দীপিকার প্রেমপর্বের সূত্রপাত। 'রামলীলা'-র সেটেই তাঁরা একে অপরের কাছাকাছি আসতে শুরু করেন। তারপর অবশ্য সবকিছু ইতিহাস। কিন্তু, রণবীর-দীপিকা তাঁদের সম্পর্ক এবং বিয়ে নিয়ে যা-ই বলুন না কেন, দিপ্পি এবার যে বিষয়টি খোলসা করলেন, তা প্রায় সবারই অজানা।


বিয়ের পর শুক্রবার মুক্তি পেল রণবীর সিং-এর 'সিম্বা'। পরিচালক রোহিত শেঠির এই সিনেমায় রণবীর সিং-এর বিপরীতে রয়েছেন সারা আলি খান। অন্যদিকে জানুয়ারি মাস থেকে পরিচালক মেঘনা গুলজারের সিনেমার শুটিং শুরু করবেন দীপিকা পাডুকন।