নিজস্ব প্রতিবেদন : যতই তিনি বলিউড ডিভা হোন না কেন, ছোটবেলার বন্ধু-বান্ধবের মুখোমুখি হয়ে আর পাঁচজনের মতোই নস্টালজিক হয়ে পড়লেন দীপিকা পাডুকোন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তিনদিন আগেই বন্ধু আদিত্য নারায়ণের সঙ্গে তাঁর ছেলেবেলার ছবি পোস্ট করেছিলেন দিপ্পি। এবার সেই আদিত্যর বিয়েতে এক্কেবারে দক্ষিণী সাজে হাজির হলেন তিনি। এখন বেশ বোঝা যাচ্ছে বন্ধুর বিয়ের খবরেই ছোটবেলাকে হয়ত মিস করছিলেন।  আদিত্য নারায়ণের ছবিও নিজের সোশ্যাল সাইটে পোস্ট করেছেন বলিউডের পদ্মিনী। ওই ছবির ক্যাপশানে তিনি লিখেছেন 'নাউ অ্যান্ড ফরএভার ফ্রেন্ড'।


 


 

 


A post shared by Deepika Padukone (@deepikapadukone) on


রানি পদ্মিনীর সাজে নয়, কর্ণটকের মেয়ের সাজগোজ ছিল এক্কেবারে ট্র্যাডিশনাল। তাঁর পরনে  ছিল সোনালি কাজ করা দক্ষিণী সিল্ক ও ভারি গয়না।  
ছবি দেখা মনে হচ্ছে, পুরনো বন্ধুকে বিয়ের সাজে দেখে বেশ আবেগতাড়িত হয়েছেন অভিনেত্রী। আদিত্যকে দুহাতে জড়িয়েও ধরতে দেখা যায় দিপ্পিকে। বন্ধুর বিয়ের আসরে উপস্থিত অভিনেত্রীর চোখে মুখে ধরা পড়েছে উচ্ছ্বাস ও খুশি। 


 

 


A post shared by Deepika Padukone (@deepikapadukone) on


 


 

 


A post shared by DeepVeer News (@deepveer.news) on


 

 


A post shared by DeepVeer News (@deepveer.news) on


 

 


A post shared by DeepVeer News (@deepveer.news) on


 

 


A post shared by DeepVeer News (@deepveer.news) on