Oscars 2023: কালো পোশাকে স্মার্ট `প্রেজেন্টার`, অস্কার যাত্রায় দীপিকা
এবারের অস্কারের মঞ্চে একমাত্র ভারতীয় হিসেবে নাম রয়েছে দীপিকার। ২০২২ সালে কান চলচ্চিত্রে উৎসবে জুড়ি মেম্বার হিসাবে ভারতকে উপস্থাপন করেছেন গ্ল্যাম ডল দীপিকা পাডুকোন। এবার অস্কারের মঞ্চে উপস্থাপক হিসাবে দেখা যাবে মস্তানিকে। এদিন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে যোগ দিতেই লস অ্যাঞ্জেলেসে উড়ে গেলেন তিনি। প্রতিবারের মতো এবারেও দীপিকার এয়ারপোর্ট লুক নজর কাড়ল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবারের অস্কারের মঞ্চে একমাত্র ভারতীয় হিসেবে নাম রয়েছে দীপিকার। ২০২২ সালে কান চলচ্চিত্রে উৎসবে জুড়ি মেম্বার হিসাবে ভারতকে উপস্থাপন করেছেন গ্ল্যাম ডল দীপিকা পাডুকোন। এবার অস্কারের মঞ্চে উপস্থাপক হিসাবে দেখা যাবে মস্তানিকে। এদিন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে যোগ দিতেই লস অ্যাঞ্জেলেসে উড়ে গেলেন তিনি। প্রতিবারের মতো এবারেও দীপিকার এয়ারপোর্ট লুক নজর কাড়ল।
ট্র্যাকস্যুট, প্লেন টি-শার্ট তো কখনও কুর্তা-পাজামা, পাঠান গার্ল কখনওই পিছপা হন না তার লুক নিয়ে এক্সপেরিমেন্ট নিয়ে। তবে এবারে কমফোর্ট তো বটেই সেই সঙ্গে স্মার্ট অবতারে ধরা দিলেন দীপিকা। শুক্রবার সকালে মুম্বই বিমানবন্দরে দেখা যায় দীপিকা পাড়ুকোনকে। ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে অন্যতম উপস্থাপক হওয়ার সুযোগ পেয়েছেন তিনি।
বরাবরই লম্বা জ্যাকেট এবং লুজ ব্লেজারের ভক্ত দীপিকা। তাই স্বভাবতই এবারে বেছে নিলেন একটি কালো টার্টল নেক টপ যা কালো ওভারসাইজ ব্লেজার দিয়ে লেয়ার করা ছিল। লেয়ারড আপ লুক সম্পূর্ণ করেছেন ব্লু বেল-বটম ডেনিম দিয়ে। অ্যাকসেসরিজের ক্ষেত্রে দীপিকা বেছে নেন কালো স্টেটমেন্ট হিলস, ম্যাচিং পার্স, গিকি রাউন্ড চশমা। চুল খোলাই রেখেছিলেন তিনি।
এর আগে ফিফার ট্রফি উদ্বোধনের সময় মাঠে উপস্থিত ছিলেন দীপিকা। প্রথম ভারতীয় হিসেবে তিনিই প্রথম ফিফার ট্রফি উদ্বোধন করেছিলেন। আর এবার দেশকে আরও গৌরবান্বিত করতে তাঁর সফর অস্কারের মঞ্চে। এবারে দীপিকার সঙ্গে অস্কারের মঞ্চে সঞ্চালেকর ভূমিকায় কারা থাকছেন? এমিলি ব্লান্ট, স্যামুয়েল এল জ্যাকসন, ডয়েন জনসন, মাইকেল জর্ডন -প্রমুখ নাম রয়েছে তালিকায়।