নিজস্ব প্রতিবেদন: আজ ১৪ নভেম্বর, বৃহস্পতিবার প্রথম বিবাহ-বার্ষিকী সেলিব্রেট করছেন রণবীর-দীপিকা। আর এই এই সেলিব্রেশনটা 'দীপবীর' করছেন নিজের পরিবারের সঙ্গে তিরুপতি বালাজি মন্দিরে পূজো দিয়ে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে দীপবীরের প্রথম বিবাহ-বার্ষিকী সেলিব্রেশনের ছবি। যেখানে এক্কেবারেই নব-দম্পতির মতোই দেখাচ্ছে তাঁদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তিরুপতি মন্দিরে পুজো দেওয়ার সময় রণবীরের পরনে ছিল কুর্তা-পাজামা, আর দীপিকার পরনে ছিল সঙ্গে নেহেরু জ্যাকেট। আর দীপিকার পরনে ছিল বেনারসী শাড়ি। যেটি কিনা ডিজাইন করেছেন বাঙালি ফ্যাশান ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। এই ছবি শেয়ার করে দিপ্পি লিখেছেন, ''আমরা প্রথম বিবাহবার্ষিকীর সেলিব্রেশনে বালাজি ভেঙ্কটেশ্বর মন্দিরে পুজো দিলাম। সকলের ভালোবাসা, প্রার্থনা, শুভেচ্ছার জন্য ধন্যবাদ।'' 


আরও পড়ুন-গুড নিউজ! ২৭ ডিসেম্বর একইসঙ্গে মা হচ্ছেন কিয়ারা-করিনা



তবে খুব ভালো করে 'দীপবীর'-এর এই ছবি দেখলে এবং তাঁদের বিয়ের ছবির সঙ্গে মেলালেই দেখবেন। দীপিকা প্রথম বিবাহবার্ষিকীতে সেই শাড়িই পরেছিলেন, যেটা তাঁকে তাঁর শাশুড়িমা কোঙ্কনি রীতিতে বিয়ের দিন উপহার দিয়েছিলেন। আর রণবীর তাঁকে দিয়েছিলেন চোকার হার। 


আরও পড়ুন-আরিয়ানের জন্মের দুসপ্তাহ পর সন্তানকে ভ্যানিটি ভ্যানে রেখে এই সাক্ষাৎকার দেন গৌরী, সাক্ষাৎকারের মাঝেই বারবার উঠে গিয়ে সন্তানকে খাওয়াতে হয় শাহরুখ পত্নীকে, ভাইরাল ভিডিয়ো





সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা সম্পর্কে বলতে গিয়ে রণবীর বলেন, ''দীপিকা এক্কেবারেই শিশুসুলভ আচরণ করে। যা দেখার সুযোগ শুধুই আমারই হয়, আর কারোর নয়। আর ও আমার জীবনে ভীষণ মূল্যবান অংশীদার। ''