পরিবেশের স্বার্থে এই কাজটাই করলেন দীপিকা ও রণবীর
এসবের মাঝেই দীপবীরের বেঙ্গালুরুর রিসেপশন নিয়ে জানা যাচ্ছে বিশেষ একটি তথ্য।
নিজস্ব প্রতিবেদন: বি-টাউনে আপাতত আলোচনায় রণবীর দীপিকার বিয়ে ও রিসেপশন পার্টি। তবে তাঁর বিয়েতে কী ধরনের পোশাক পরেছেন, কী রেসিপি ছিল, এসবই উঠে আসছে আলোচনায়। এসবের মাঝেই দীপবীরের বেঙ্গালুরুর রিসেপশন নিয়ে জানা যাচ্ছে বিশেষ একটি তথ্য।
জানা যাচ্ছে দীপিকা ও রণবীর নাকি বেঙ্গালুরুর রিসেপশনে কোনওরকম ভাবে প্লাস্টিকের ব্যবহার করা হয়নি। বেঙ্গালুরুর লীলা প্যালেস, যেখানে দীপবীরের রিসেপশন পার্টি হয়েছে সেই এলাকাটাকেই প্লাস্টিক মুক্ত ঘোষণা করা হয়েছিল। এমনকি খাবার পরিবেশনের জন্য বিশেষ ভাবে তৈরি পাত্রের ব্যবহার করা হয়েছিল।
আরও পড়ুন-'প্রাক্তন' স্ত্রী সুজানকে খোলা চিঠি হৃত্বিকের, দেখুন কী লিখলেন
ছবি সৌজন্য : CHUK
CHUK নামে এই সংস্থাই দীপিকা ও রণবীরের বিয়ের খাবার পরিবেশন করার সমস্ত সরঞ্জাম সরবরাহ করেছে বলে দাবি তাঁদের।
প্রসঙ্গত, অন্য যেকোনও পদার্থ পরিবেশ থেকে পুরোপুরি বিনষ্ঠ করতে ৬০ থেকে ৯০ দিনের বেশি লাগে না। যেখানে প্লাস্টিক বিনষ্ট করতে লাগে ৫০০ বছর। যা পরিবেশের পক্ষে ভয়ঙ্কর ক্ষতিকর। প্রসঙ্গত, দীপবীরের এমন পদক্ষেপে ভীষণ খুশি পরিবেশবিদরা। তাঁদের কথায়, দীপিকা ও রণবীর যে পদক্ষেপ নিয়েছেন, তাঁদের দেখে যুব ভারত উদ্বুদ্ধ হবে। যা পরিবেশের পক্ষে লাভজনক।