Singer Death: কেকে-র পর ফের অকালপ্রয়াণ সঙ্গীতজগতে, মাত্র ২২ বছরে প্রয়াত দিল্লির সঙ্গীতশিল্পী
সূত্রের খবর, শেইল একজন ইন্ডিপেনডেন্ট মিউজিশিয়ন। তাঁর প্রথম অ্যাকোয়েস্টিক সিঙ্গল থেকে তিনি সকলের নজরে আসেন। তাঁর প্রথম সিঙ্গলস `ইফ আই ট্রাইড`, তাঁকে জনপ্রিয় করে তোলে জেন জেডের কাছে।
নিজস্ব প্রতিবেদন: গত মঙ্গলবার রাতে আচমকাই প্রয়াত হন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কেকে। বৃহস্পতিবার মুম্বইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। এখনও সেই শোক কাটিয়ে উঠতে পারেনি সঙ্গীত জগত। তারই মাঝে ফের দুঃসংবাদ। মাত্র ২২ বছর বয়সে প্রয়াত দিল্লির ইন্ডিপেনডেন্ট মিউজিশিয়ন সিঙ্গার শেইল সাগর। জানা যায় যে বুধবার ১ জুন প্রয়াত হন তিনি। তাঁর মৃত্যুর কারণ এখনও অজানা।
শেইল একজন ইন্ডিপেনডেন্ট মিউজিশিয়ন। তাঁর প্রথম অ্যাকোয়েস্টিক সিঙ্গল থেকে তিনি সকলের নজরে আসেন। তাঁর প্রথম সিঙ্গলস 'ইফ আই ট্রাইড', তাঁকে জনপ্রিয় করে তোলে জেন জেডের কাছে। রিলিজের পর এই গান বেশ জনপ্রিয়তা পেয়েছিল নতুন প্রজন্মের কাছে। ২০২১ সালে আরও তিনটে সিঙ্গলস তিনি রিলিজ করেছিলেন-'বিফোর ইট গোজ','স্টিল','মিস্টার মোবাইল ম্যান লাইভ'।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই শেইলের মৃত্যুতে তাঁদের শোকবার্তা জানিয়েছেন।
তাঁর মনোমুগ্ধকর ব্যারিটোন ভয়েসের জন্য তিনি সঙ্গীতপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছিলেন। তাঁর গান 'মিস্টার মোবাইল ম্যান লাইভ' গুরুগ্রামের পিয়ানো ম্যান জ্যাজ ক্লাবে লাইভ রেকর্ড কারা হয়, পাশাপাশি সেটি ক্যামেরাবন্দিও করা হয় লাইভ। এই উঠতি গায়ক ইতিমধ্যেই বেশ কয়েকটি মিউজিক অ্যাওয়ার্ডও পেয়েছেন।