নিজস্ব প্রতিবেদন: ২০১২ সালের ১৬ ডিসেম্বর। এই দিনটি এদেশ, সমাজের ইতিহাসে আজীবন একটা একটা কালো দিন হয়েই লেখা থাকবে।  দিল্লিতে মেডিক্যাল কলেজের ছাত্রী ওই তরুণীকে বাসের মধ্যে গোপনাঙ্গে রড ঢুকিয়ে দেওয়া ও নৃশংসভাবে গণধর্ষণের কথা খবরের কাগজে পড়ে অনেকেই হয়ত সেদিন শিউরে উঠেছিলেন। সেই ঘটনার বিভৎসতার কথা আজও হয়ত তাড়া করে ফেরে তরুণীর বাবা-মাকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে ঠিক কী ঘটেছিল সেইদিন?


এবার সেই ঘটনাই উঠে আসতে চলেছে নেটফ্লিক্সের নয়া ওয়েব সিরিজে। যার নাম দেওয়া হয়েছে দিল্লি ক্রাইম। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে দিল্লি ক্রাইমের ট্রেলার। যাতে অভিনয় করতে দেখা যাচ্ছে শেফালি শাহ, রসিকা দুগ্গল, রাজেশ তাইলাং, আদিল হুসেন, গোপাল দত্ত ও বিনোদ শেরাওয়াতের মতো অভিনেতা অভিনেত্রীকে। এখানে শেফালি শাহকে ডিসিপি সাউথ ভর্তিকা চতুর্বেদীর ভূমিকায়। যাঁর উপর নির্ভয়া কাণ্ডের তদন্ত ভার ছিল।


আরও পড়ুন-মুখোমুখি ফারহানের প্রাক্তন স্ত্রী ও হবু স্ত্রী, তারপর?


নির্ভয়া কাণ্ডে ঠিক কী ঘটেছিল, কীভাবে এগিয়েছিল ঘটনার তদন্ত সবকিছু মিলিয়েই টানটান উত্তেজনা ধরা পড়েছে দিল্লি ক্রাইমের ট্রেলারে। এই ওয়েব সিরিজটির পরিচালনা করছে ইন্দো-কানাডিয়ান চিত্র পরিচালক রিচি মেহেতা। আগামী ২২ মার্চ নেটফ্লিক্সের মাধ্যমে মুক্তি পাবে এই ওয়েব সিরিজটি। 


আরও পড়ুন-মনের মানুষ খুঁজে পেলে, বিয়ের জন্য বয়স কোনও বাধাই নয়: আলিয়া