নিজস্ব প্রতিবেদন: Zee বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো 'সারেগামাপা'র পরিচালক অভিজিৎ সেন সিনেমা বানাচ্ছেন। এখবর শোনা গিয়েছিল বেশ কয়েকমাস আগেই। অবশেষে শুরু হল তাঁর সেই ছবি তৈরির কাজ। বাংলা ছবির পরিচালনার জগতে অভিজিৎ সেন পা রাখছেন অতনু রায়চৌধুরী ও দেবের প্রযোজনা সংস্থার হাত ধরে। কালিম্পংয়ে শুরু হয়েছে পরিচালক অভিজিৎ সেনের নতুন ছবি 'টনিক'-এর শ্যুটিং। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উত্তরবঙ্গের পাহাড় ঘেরা শহর কালিম্পঙে ছবির শ্যুটিং শুরুর আগে অভিজিৎ সেনকে টলি পাড়ায় স্বাগত জানিয়েছেন দেব। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিশেষ ভিডিয়ো। যেখানে দেবকে বলতে শোনা যাচ্ছে, ''কালিম্পঙে আজকে আমাদের ছবি 'টনিক'এর প্রথম দিনের শ্যুটিং শুরু হল। যেমন ক্রিকেট ম্যাচে হয়, সেখানে কোনও নতুন প্লেয়ার টিমে এলে তাঁকে স্বাগত জানানো হয়। তাই আমরা ভাবছিলাম যখন কোনও নতুন পরিচালক ফিল্ম লাইনে আসেন, তাঁকেও স্বাগত জানানো উচিত। সেই জায়গা থেকেই আমাদের 'টনিক'-এর যিনি পরিচালন অভিজিৎ সেন, তাঁর এটা প্রথম ছবির শ্যুটিং। '' এবিষয়ে পরিচালককে দেব কিছু বলার জন্য অনুরোধ করলে তিনি বলেন, ''আমি টলি পাড়ায় আসছি, এটা আমার প্রথম ছবি। আশা করবো এটা সেরার সেরা হবে।''


আরও পড়ুন-শুধুই কি মেকওভার? র‌্যাম্পেও হাঁটলেন রানু মণ্ডল


তবে শুধু দেবই নন অভিজিৎ সেনকে স্বাগত জানিয়েছেন 'টনিক' টিমের সমস্ত সদস্যরা।



ইতিমধ্যেই প্রকাশ্যে আনা হয়েছে ছবির ফার্স্ট লুক পোস্টার। যেখানে লাঠি হাতে কোনও এক বৃদ্ধের হাত দেখা যাচ্ছে। তাঁর সামনে চশমা ধরছেন কোনও এক যুবক। পোস্টর থেকেই জানা যাচ্ছে ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া ও দেবকে। 'টনিক'-এর প্রযোজনা করছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। ছবিটি মুক্তি পাবে আগামী বছর।


আরও পড়ুন-ফিল্ম রিভিউ: সেকুলার বনাম হিন্দুত্ব- অপর্ণার 'ঘরে বাইরে আজ'কের রাজনীতি



প্রসঙ্গত দেব কিছুদিন আগে অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ''আপনাদের ভালো থাকার টনিক আসছে ২০২০তে।''


আরও পড়ুন- ঘরে বাইরে আজ: মেদিনীপুর থেকে পড়াশোনার জন্য কলকাতায় আসা, তারপর অভিনয়, গায়ের রং নিয়ে অনেক কথাই শুনতে হয়েছিল, খোলামেলা তুহিনা



তবে অভিজিৎ সেনের ছবি 'টনিক'-এ দেবের বিপরীতে কোন নায়িকাকে দেখা যাবে তা অবশ্য এখনও প্রযোজনা সংস্থার তরফে প্রকাশ্যে আনা হয়নি।