নিজস্ব প্রতিবেদন : নয়া ভিডিয়ো শেয়ার করলেন অভিনেত্রী দেবলীনা কুমার (Devlina Kumar)। নিজের সোশ্যাল হ্যান্ডেলেই ভিডিয়ো শেয়ার করেন দেবলীনা। যা দেখে খুশি হয়ে যান অভিনেত্রীর ভক্তরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ছুটির দিনে যা ইচ্ছে, তাই করতে হয় বলে নিজের ওই ভিডিয়োতে ক্যাপশন যোগ করেন দেবলীনা কুমার। নীল, সাদা রঙের পশ্চিমী পোশাকে সেজেই ক্যামেরার সামনে হাজির হন পর্দার রঙ্গবতী। দেবলীনা কুমারের ওই ভিডিয়ো দেখে, তাঁকে ভালবাসা জানাতে শুরু করেন অনেকে। নতুন ওই ভিডিয়োতে প্রকৃতির মাঝে প্রাণখোলা খুশি মুখ ধরা পড়ে দেবলীনার।


আরও পড়ুন : প্রজাতন্ত্র দিবসের উপহার, FAU-G এর লিঙ্ক শেয়ার করলেন Akshay Kumar



উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্প্রতি সাতপাকে বাঁধা পড়েন দেবলীনা কুমার। করোনার জেরে বিয়ের অতিথি তালিকায় বেশ কিছুটা কাটছাঁট পড়লেও, জাঁকজমকে কোনও ভাটা পড়েনি। ফলে বিয়ে থেকে বৌভাত কিংবা বিয়ের পর বাবা-মায়ের দেওয়া পার্টি, সব জায়গাতেই নজর কাড়েন দেবলীনা কুমার। বিয়ের পর দেওরের বিয়েতেও সবার নজর কাড়েন দেবলীনা কুমার। 


আরও পড়ুন : দেশের উর্দ্ধে নন কৃষকরা, Farmers Protest নিয়ে ক্ষোভ Ranvir, Kangana-দের


গৌরবের পর সম্প্রতি অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সৌরভ। ত্বরিতা এবং সৌরভের বিয়ের দিন কালো শাড়িতে সেজে সবার নজর কাড়েন দেবলীনা কুমার।