কঙ্গনার অফিসে BMC-র ভাঙচুর, সরব দিয়া মির্জা, রেণুকা সাহানে, প্রসূন যোশীরা
কঙ্গনার সমর্থনে মুখ খুললেন দিয়া মির্জা, প্রসূন যোশী, রেণুকা সাহানে, অনুপম খের সহ একাধিক ব্যক্তিত্ব।
নিজস্ব প্রতিবেদন : মুম্বইয়ে পালি হিল এলাকায় কঙ্গনার অফিস ভেঙে ফেলছে BMC। সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই উঠে এসেছে সেই ছবি। আর এর পরেই কঙ্গনার সমর্থনে মুখ খুললেন দিয়া মির্জা, প্রসূন যোশী, রেণুকা সাহানে, অনুপম খের সহ একাধিক ব্যক্তিত্ব।
দিয়া মির্জা টুইটারে লিখেছেন, ''কঙ্গনার পাক অধিকৃত কাশ্মীর মন্তব্যকে আমি সমর্থন করি না। তবে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের হঠাৎ করে কঙ্গনার অফিস ভাঙার কাজ প্রশ্ন তুলে দিচ্ছে। কেন এখন এভাবে ভাঙা হল? যদি সত্যিই অনিয়ম থাকে, তাহলে এতদিন কী করা হচ্ছিল?''
আরও একটি টুইটে দিয়া মির্জা লিখেছেন, ''গত একমাস ধরে কঙ্গনা যা যা বলেছেন তার অনেক কিছুর সঙ্গেই আমা সহমত নই। বঞ্চনার নামে কঙ্গনা অনেকসময় অনেককে ব্যক্তিগত আক্রমণও করেছেন, তবে একইভাবে যখন কঙ্গনাকে এভাবে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে তখনও আমি সহমত নই।''
আরও পড়ুন-'কোনও বাবা মেয়ের প্রতি অবিচার সইতে পারে না, এর থেকে মৃত্যু ভালো', মন্তব্য রিয়ার বাবার
একইভাবে কঙ্গনা 'মণিকর্ণিকা' অফিসে ভাঙচুর চালানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে অভিনেত্রী রেণুকা সাহানে। তিনি লিখেছেন, ''আমার যদিও কঙ্গনার POK মন্তব্য পছন্দ হয়নি, তবে তার প্রতিশোধ নিতে যে ধ্বংসলীলা BMC চালালো তাতে আমি হতবাক। এত নিচে কেন নামতে হবে? আমি মহারাষ্টের মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করার আবেদন করছি। একে মহামরী, তার উপর এই আচরণ! এত নাটকের কী প্রয়োজন ছিল? ''
এই কঠিন পরিস্থিতিকে কঙ্গনা ও তাঁর টিমকে শক্ত থাকতে বলেছেন সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারম্যান প্রসূন যোশী।
অনুপম খের লিখেছেন, ''এটা তো বুলডোজার নয়, বুলিডোজার। এভাবে কারোর ঘর ভাঙা ভীষণ অন্যায়, এর প্রভার টিম কঙ্গনার উপর নয়, মুম্বইয়ের জমি ও বিবেকের উপর পড়বে। দুঃখিত।''
মডেল সোনাল চৌহান লিখেছেন, ''কারোর স্বপ্নকে এভাবে ধ্বংস করা কখনও সমর্থ করি না। কঙ্গনার অফিস এভাবে ভঙে দেওয়া কখনওই সমর্থন যোগ্য় নয়। যা ভুল, তা ভুল। ''
প্রসঙ্গত, মুম্বইয়ের পালি হিল এলাকায় তাঁর অফিস ভেঙে দেওয়া প্রসঙ্গে কঙ্গনার মন্তব্য, ''উদ্ধব ঠাকরে ফিল্ম 'মাফিয়াদের' সঙ্গে মিলিত হয়ে আমার উপর প্রতিশোধ নিয়েছেন! আমার আজ ঘর ভেঙেছে ঠিকই কিন্তু কাল উদ্ধব ঠাকরের অহঙ্কারের বিনাশ ঘটবে। সময় অবশ্যই বদলে যাবে। সব সময় কারও একই রকম যায় না।''
আরও পড়ুন- 'সবই কর্মফল', রিয়ার গ্রেফতারের পর লিখলেন অঙ্কিতা লোখান্ডে
এদিকে BMC-র অফিস ভাঙচুরের স্থগিতাদেশ দিয়েছে বোম্বে হাইকোর্ট। কঙ্গনার মণিকর্ণিকা অফিস ভাঙচুর ঘটনায় বোম্বে আদালতে পিটিশন দাখিল করেছেন অভিনেত্রীর আইনজীবী। কেন অফিস ভাঙা হল, BMC-র কাছে তার উত্তর চেয়েছে আদালত। আগামিকাল এই মামলার শুনানি রয়েছে।