নিজস্ব প্রতিবেদন : জেঠালাল গড়ার সঙ্গে দয়াবেন না থাকলে, 'তারক মেহতা কা উল্টা চশমা'-র আকর্ষণ যে একটু কমেই যায়, তা বোধ হয় বুঝতে কোনও অসুবিধা হয় না জনপ্রিয় টেলিভিশন শো-এর দর্শকদের। কিন্তু, বিয়ের পর থেকে দিশা ভাকানি ওরফে দয়াবেনকে আর জেঠালাল গড়ার অনস্ক্রিনের স্ত্রী হিসেবে দেখা যাবে না, তা ভাবতে পারেননি কেউ। কিন্তু, বিষয়টি আদতে কী?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : বড় মেয়ে ত্রিশলা কোথায়? সঞ্জয় দত্তকে কটাক্ষ নেটিজেনদের
স্পটবয়-এর খবর অনুযায়ী, দিশা ভাকানির মাতৃত্বকালীন ছুটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কিন্তু, এখনও তিনি শুটিং ফ্লোরে ফিরে আসেননি। ছোট্ট মেয়েকে বাড়িতে একা রেখে ঘণ্টার পর ঘণ্টা শুটিং ফ্লোরে থাকতে পারবেন না বলে আগেই জানিয়েছিলেন দিশা। তাঁর বেশ কিছু শর্তও মেনে নিয়েছিলেন প্রযোজক অসিত মোদী। কিন্তু, তাতেও নাকি সমস্যার সমাধান হয়নি। জানা যাচ্ছে, দিশা ভাকানির হয়ে বর্তমানে প্রযোজক অসিত মোদী এবং নীলা টেলিফিল্মসের সঙ্গে কথা বলছেন অভিনেত্রীর স্বামী ময়ূর পাদিয়া। আর এখানেই গন্ডগোল।


বিয়ের সময় স্বামী ময়ূরের সঙ্গে দিশা..



আরও পড়ুন : পাত্র পাচ্ছেন না? বিয়ে নিয়ে বিমর্ষ ক্যাটরিনা!


খবর অনুযায়ী, দিশার স্বামী দাবি করেছেন, এখন থেকে নাকি তাঁর স্ত্রী মাসে ১৫ দিন করে কাজ করবেন। অর্থাত প্রত্যেকদিন দিশা ৪ ঘণ্টার বেশি কাজ করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন ময়ূর। পাশপাশি দিশার পারিশ্রমিকও একলাফে অনেকটাই বাড়িয়ে দাবি করা হয়েছে বলেও জানান অসিত মোদী। যা শুনে প্রযোজক ইতিমধ্যেই বেশ বিরক্ত। তিনি বলেন, দিশা ভাকানির স্বামী ময়ূর পাদিয়া মনে করেন, তিনিই সব বোঝেন। কিন্তু, তিনি যে সব দাবি করেছেন, সবকিছু মেনে নিয়ে কখনও শুটিং চালানো যায় না। দিশা ভাকানি না থাকলেও, শো-এর টিআরপি এখনও কমে যায়নি। মেগা সিরিয়ালের প্রত্যেক অভিনেতা, অভিনেত্রী তাঁদের সেরাটা দিয়ে কাজ করছেন। তাই দিশা যদি এই মুহূর্তে ফিরে এসে কাজ করতে চান, তাহলে ভাল। না হলে, ওদের সব শর্ত মেনে নিয়ে দিশাকে ফেরানো সম্ভব নয় বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রযোজক।