নিজস্ব প্রতিবেদন : হৃত্বিক রোশনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন যেন কিছুতেই শেষ হচ্ছে না। বহু চেষ্টা করেও হৃত্বিকের সঙ্গে কঙ্গনার সম্পর্কের শেষ সুতোটুকু কাটছে না। এসবের মধ্যেই এবার ফের হৃত্বিককে নিয়ে মুখ খুললেন কঙ্গনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : এই অভিনেত্রীই হৃত্বিকের স্ত্রী?


তবে এবার কোনওভাবেই আলটপকা মন্তব্য বা আইনি নোটিস বা নগ্ন ছবি প্রকাশের অভিযোগ নয়, এবার যেন প্রেম নিয়ে বেশ কিছুটা আকুলই শোনা গেল কঙ্গনার গলা। আবেগে বুজে আসে তাঁর গলা। তবে হৃত্বিকের নাম নিয়ে প্রকাশ্যে কোন ও মন্তব্য করেননি বলিউড কুইন। তবে ভালবাসার মোহ যে এখনও তাঁর চোখে আবেশ ছড়িয়ে রেখেছে, বলিউড ‘কুইন’-এর বক্তব্য থেকেই তা আবার স্পষ্ট। 


আরও পড়ুন : নবাবপুত্তুর তৈমুরের বোনের ছবি দেখেছেন?


সম্প্রতি করণ জহরের সঙ্গে একটি টেলিভিশন শো-এর মঞ্চে হাজির হন কঙ্গনা। সেখানে তাঁর ‘লাভলাইফ’ নিয়ে জিজ্ঞাসা করা হলে, কঙ্গনা বলেন, ‘আমার ভালবাসার গল্প তো সব সংবাদমাধ্যমের পাতায় ছাপা হয়েছে, ভালবাসার মানুষের চোখে আমার ঈশ্বর দেখেছি, সেখানে কোনও আলোও যেমন ছিল না, তেমনি আধারও ছিল না, জানি না সেখানে কী দেখেছি আমি’।