নিজস্ব প্রতিবেদন : বলিউডে বড় পর্দায় ডেবিউ করলেন তিনি। এর আগে বলিউডের একটি আইটেম নম্বরে তাঁকে দেখা গেলেও, এবার প্রথম বলিউডে নিজের অভিনয়ের ক্যারিশমা দেখালেন বাঙালি অভিনেত্রী মৌনি রায়। তাও আবার অক্ষয় কুমারের বিপরীতে। অবাক লাগলে দেখুন ‘গোল্ড’-এর এই টিজার..


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



‘গোল্ড’-এর পটভূমি ১৯৪৭ সাল। সিনেমার মূল চরিত্রে দেখা যাচ্ছে অক্ষয় কুমারকে। ভারতীয় হকি দলের অধিনায়ক বলবীর সিং-এর জীবনকে কেন্দ্র করেই ‘গোল্ড’-এর প্লট তৈরি হয়েছে। সিনেমায় অক্ষয় কুমারের স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে মৌনিকে।


আরও পড়ুন : এ কী কীর্তি করল তৈমুর, দেখলে অবাক হবেন 


এর আগে ‘তুম বিন টু’-তে দেখা গিয়েছে মৌনি রায়কে। তবে ‘গোল্ড’-এর পর মৌনিকে আলিয়া ভাট এবং রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’-তেও দেখা যাবে বলে শোনা যাচ্ছে। ওই সিনেমায় আলিয়াদের সঙ্গে অমিতাভ বচ্চনকেও দেখা যাবে বলে শোনা যাচ্ছে। তবেই সিনেমায় মৌনি রায়কে ভিলেন-এর চরিত্রে দেখা যাবে বলে বি টাউনের খবর। মৌনি সেই লুক দেখতে গেলে অবশ্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।