মহাকাশ বিজ্ঞান ও ভৌতিক-দু-দুটো থ্রিলারে মন মজাবে `দিন রাত্রির গল্প`
একইসঙ্গে দুটো গল্পকে ছবিতে বেঁধেছেন প্রসেনজিত্ চৌধুরী।
নিজস্ব প্রতিবেদন: বাংলায় ছবি প্রযোজনা সংস্থা বলতে হাতে গোনা দুটো-তিনটে। ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ছবি নিয়েও কাজ হয় না বললেই চলে। গতানুগতিক বাণিজ্যিক মশালা ছবির বাইরে বেরিয়ে ভেবেছেন পেশায় চিকিত্সক প্রসেনজিত্ চৌধুরী। স্বাধীন ছবি করিয়ে প্রসেনজিতের দ্বিতীয় ছবি 'দিন রাত্রির গল্প' ইতিমধ্যেই আলোড়ন ফেলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৯-এ । এবার সাধারণ দর্শকরা বড় পর্দায় দেখতে পাবেন এই ছবি। মুক্তি পাচ্ছে সামনের শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি।
একইসঙ্গে দুটো গল্পকে ছবিতে বেঁধেছেন প্রসেনজিত্ চৌধুরী। স্বল্প বাজেটের স্বাধীন ছবিতে বাংলায় স্পেস সায়েন্স নিয়ে কাজ করার হিম্মত দেখিয়েছেন। হঠাত্ নিখোঁজ হয়ে যায় এক বাঙালি তরুণী। তারপর খবর আসে, নাসার মানবযানে মঙ্গলে পাড়ি দিচ্ছে সে। তখন ঠিক কী অবস্থা পরিবারের? কীভাবে সে চলে গেল? টানাটান থ্রিলার।
পরের গল্পে মুখ্য চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত। সম্ভবত এক সাইকোর চরিত্রে অভিনয় করছেন। সংলাপে বলছেন,'মৃত্যুর রহস্য জানার চেষ্টা করি।' এটা একটা হরর থ্রিলার। হরর থ্রিলার নিয়ে বলিউডে প্রচুর কাজ হয়েছে। বাংলায় মূলধারায় খুব একটা ছবি হয়নি। অতিসম্প্রতি মুক্তি পেয়েছে ভিকি কৌশলের 'ভূত'।
ছবিতে গেয়েছেন সোমলতা আচার্য চৌধুরী। গানটি ইতিমধ্যেই প্রশংসিত।
ছবিতে রজতাভ দত্ত ছাড়াও রয়েছেন প্রদীপ মুখোপাধ্যায়, রায়তী ভট্টাচার্য, রুমকি চট্টোপাধ্যায়, সুপ্রীতি চৌধুরীরা। শুক্রবার হলে গিয়ে দেখে আসতে পারেন দুটি থ্রিলার। বলে রাখি, Indo Hispanic Language Academy-র হাত ধরে স্প্যানিশ ভাষায় স্পেনেও মুক্তির অপেক্ষায় রয়েছে 'দিন রাত্রির গল্প'।
আরও পড়ুন- ছবি: মাঠ দাপাচ্ছে ১১ বাঙালি, শেষ হল 'গোলন্দাজ'-এর প্রথম দফার শ্যুটিং