নিজস্ব প্রতিবেদন : সোমবার পরিবারের সঙ্গে ইদের উতসবে মেতে ওঠেন টেলিভিশন অভিনেত্রী  দীপিকা কাকর। স্বামী শোয়েব ইব্রাহিমের সঙ্গে ইদের একাধিক ছবিও শেয়ার করেন 'শশুরাল সিমর কা' অভিনেত্রী।
ইদের দিন বেগুনী রঙের সালওয়ার কামিজে সাজেন দীপিকা কাকর। সেই সঙ্গে তাঁর কানে শোভা পাচ্ছিল সোনালি রঙের ঝুমকো। স্ত্রীর সঙ্গে পাল্লা দিয়ে লাল, কালো পাঠানি শুট পরতে দেখা যায় শোয়েব ইব্রাহিমকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন  : মেয়েকে দেখলেই অশ্লীল মন্তব্য করতেন সত বাবা, অভিযোগ পলকের
দেখুন সেই ছবি...


 






ইদের দিন কখনও শোয়েবের সঙ্গে আবার কখনও শোয়েবের পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় দীপিকা কাকরকে। দীপিকার পাশাপাশি শোয়েবও তাঁদের ছবি শেয়ার করেন সোশ্যাল হ্যান্ডেলে। যেখানে 'মিস্টার অ্যান্ড মিসেস ইব্রাহিম' বলে নিজেদের পরিচয় করান তিনি।


আরও পড়ুন  : জলে ভাসছেন জ্যাকলিন, বলিউড অভিনেত্রীর উষ্ণ ছবিতে মজলেন নেটিজেনরা
'শশুরাল সিমর কা'-তে একসঙ্গে অভিনয় করেন দীপিকা কাকর এবং শোয়েব ইব্রাহিম। ওই মেগাতে অভিনয়ের সময় থেকেই একে অন্যের সঙ্গে সম্পর্কে জড়ান দীপিকা-শোয়েব। এরপর ২০১৮ সালে শোয়েব ইব্রাহিমকে বিয়ে করেন দীপিকা কাকর। বিয়ের পরই বিগ বসের ঘরে হাজির হন টেলিভিশন অভিনেত্রী। এবং বিগ বসের বিজয়ী হয়ে তবেই সলমন খানের শো থেকে বিদায় নেন দীপিকা কাকর।