জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Scam) নিয়ে বিদ্বজ্জনদের বৈঠকে কার্যত মেজাজ হারালেন অনীক দত্ত (Anik Dutta)। সাংবাদিকের প্রশ্ন শুনেই মেজাজ হারান পরিচালক। আঙুল তুলে চিৎকার করতে শুরু করেন তিনি। অবশেষে অনীককে থামানোর চেষ্টা করেন বিকাশ ভট্টাচার্য। তাঁর হয়ে সেখানে উপস্থিত সাংবাদিকদের কাছে ক্ষমাও চেয়ে নেন বিশিষ্ট আইনজীবী। কিন্তু নিজের জায়গায় অনড় থাকেন অনীক। আর এতেই তাল কাটল স্কুল সার্ভিস কমিশনে (SSC Scam) নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে বিদ্বজনদের বৈঠকের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার SSC দুর্নীতি ইস্যুতে বুদ্ধিজীবীদের সাংবাদিক সম্মেলনে ছিলেন শিক্ষাবিদ পবিত্র সরকার, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, দেবদূত ঘোষ, চন্দন সেন, মানসী সিনহা, পরিচালক অনীক দত্ত, সঙ্গীতশিল্পী দেবজ্যোতি মিশ্র, শুভেন্দু মাইতি, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য নাগরিকবৃন্দ। সেখানে এক সাংবাদিকের প্রশ্ন শুনেই মেজাজ হারান ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক। সিপিএমের বর্ষীয়ান নেতা এবং আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের কাছে বামপন্থী আমলের 'অনিলায়ন’ বিতর্ক ও হোল টাইমারদের চাকরি প্রসঙ্গে প্রশ্ন রাখা হয়। উত্তরও দেন তিনি। এ পর্যন্ত ঠিকই ছিল। 


কিন্তু ছন্দপতন এরপরই। পরের প্রশ্ন অনীকবাবুদের উদ্দেশে। সাংবাদিক জানতে চান, কেন তাঁদের কখনও সিপিএমের মঞ্চে এ বিষয়ে কথা বলতে দেখা যায় না। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে তাঁকে সেভাবে কথা বলতে দেখা যায় না কেন তাও জানতে চান তিনি। এরপরেই সাংবাদিককে কার্যত শাসাতে থাকেন অনীক। তাঁকে বলতে শোনা যায়, ‘আমার ফেসবুক দেখুন। কী বলতে চান আমি বিজেপির দালালি করি? চোপ! একদম চুপ করে থাকুন।


পরিস্থিতি সামাল দিতে পরিচালকের হাত থেকে মাইক সরিয়ে নেওয়া হয়। এমনকী সাংবাদিকদের কাছে এহেন আচরণের জন্য ক্ষমাপ্রার্থনা করেন বিকাশ। বিকাশরঞ্জন ভট্টাচার্য পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছেন ঠিকই। তবে অনীক দত্ত সাফ জানান, বিকাশদা ক্ষমা চাইছেন, শান্ত করার চেষ্টা করছেন, তবে আমি থামব না। এরপরেই যদিও সাংবাদিক সম্মেলন ভণ্ডুল হয়ে যায়। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে নানা মহলে। অনীকের আচরণের সমালোচনা করছেন অনেকেই। 


আরও পড়ুন, SSC Scam : রাজ্যে ফের পরিবর্তনের ডাক, দুর্নীতি ইস্যুতে সরব বুদ্ধিজীবীরা


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)