কলকাতা: 'পোয়েজি অ্যান্ড পিস', এই ছবির পর নিজের দ্বিতীয় প্রোজেক্ট নিয়ে কাজ শুরু করে দিলেন 'কান ফেরত' পরিচালক রাহুল রায়। এবারের ছবির নাম 'গেস্ট'। মৃত্যুই জীবনের সবথেকে বড় সত্যি। মৃত্যুকে জড়িয়ে ধরেই মানুষের জীবন শুরু, আর শেষও মৃত্যুর সঙ্গে সঙ্গমে জড়িয়েই। মৃত্যুর সঙ্গেই মানব-মানবীর সহবাস, আর এটাই জীবনের সবথেকে বড় সত্যি-এমনই এক স্বতন্ত্র এবং বাস্তবিক ভাবনা নিয়ে 'গেস্ট' ছবি বানাচ্ছেন রাহুল। তাঁর এই ছোট দৈর্ঘ্যের ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে একাবলী খান্নাকে। রাহুলের 'গেস্ট' ছবিতে দেখা যাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অনিশা মণ্ডলকেও। আর এই ছবিতে 'নেপথ্য নায়কের ভূমিকা'য় রয়েছেন ঋজু মজুমদার। 'পোয়েজি অ্যান্ড পিস'-এর পর এই ছবিতেও সিনেম্যাটোগ্রাফি করছেন তিনি। 'অ্যাক্সিডেন্টাল সিনেম্যাটোগ্রাফার' ঋজু মজুমদারের সঙ্গে রাহুলের এই ছবিতে আগের ছবির মতই কাজ করতে দেখা যাবে দেবস্মিতা দাসকে। 'পোয়েজি অ্যান্ড পিস' ছবিতে পর্দায় দেখা গিয়েছিল দেবস্মিতাকে, কিন্তু এবার তিনি আর্ট ডিরেক্টরের ভূমিকায়। উল্লেখ্য, 'গেস্ট' ছবিটির সম্পাদনা করবেন অরিত্র দত্ত বণিক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


ছবির বিষয় নিয়ে বলতে গিয়ে একাবলী খান্না বলছেন, "অভূতপূর্ব। আমি যে চরিত্রে অভিনয় করছি, সেই মহিলা জীবনের এমন একটি পর্যায় দিয়ে যাচ্ছেন যা সবার জীবনে আসে না। তিনি একজন 'সারোগেট মাদার'। গর্ভ ভাড়া দেওয়াই তার পেশা। আর তার মেয়েই মরণাপন্ন অবস্থায় লড়াই করছে। এমন একটা চরিত্র... যার পরিধি ভীষণ বড়"। 'গেস্ট' ছবিতে মেয়ের চরিত্রে অভিনয় করা নিশা জানাচ্ছেন, "এমনি শুনলে মনে হবে এই চরিত্রটা একটা 'সরলরেখা'। এটা রাহুলের শৈল্পিক জাদু, যে ও নিজের লেখায় অনেক রূপক ব্যবহার করে একটা চরিত্রকে সরলরেখার মত আঁকতে পারে। ২৪ বছর বয়সেই ও যেমন ভাবে, লেখে তা সত্যিই প্রশংসনীয়।" পরিচালক রাহুল অবশ্য বলছেন, "জীবন-মৃত্যুর যৌথ অস্তিত্বই এই ছবির মূল বিষয়। আমরা সবাই জানি মৃত্যু একদিন আসবেই। এই ছবিতে এক মা এবং তার অসুস্থ মেয়ের জীবন-মৃত্যুর লড়াইকেই ফুটিয়ে তুলতে চেয়েছি"।