নিজস্ব প্রতিবেদন : বাংলাদেশ (Bangladesh) থেকে সবেমাত্র মেয়ে আইরাকে নিয়ে ফিরেছেন রাফিয়াত রাশিদ মিথিলা। স্ত্রী ও মেয়ে ফিরতেই তাঁদের নিয়ে সিকিমে বেড়াতে গিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সৃজিত-মিথিলা ও আইরার সিকিম ভ্রমণের কয়েক টুকরো মুহূর্তই উঠে এসেছে তাঁদের সোশ্যাল মিডিয়ার পাতায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সিকিম ভ্রমণের বেশকিছু ছবি নিজের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করে মিথিলা জানিয়েছেন, এটা তাঁদের 'ফ্যামিলি ট্রিপ'। মিথিলার পোস্ট থেকেই জানা যাচ্ছে এই মুহূর্তে তাঁরা উত্তর সিকিমের লাচুং শহরে রয়েছেন। ছোট্ট আইরাকে নিয়ে সৃজিত-মিথিলার সিকিম ভ্রমণের সুন্দর মুহূর্তের ছবিগুলি মন ভরিয়েছে অনুরাগীদের।


আরও পড়ুন-ছেলে নাকি মেয়ে কী আসছে Virushka-র পরিবারে? ভবিষ্যৎবাণী করলেন খ্যাতনামা জ্যোতিষী



আলাদা করে বরফের চাদরে ঢাকা লাচুংয়ে আইরার কিছু ছবির কোলাজও পোস্ট করেছেন মিথিলা। ক্যাপশানে লিখেছেন, ''Ayra's first encounter with snow''। আইরার ছবিগুলি তোলা হয়েছে ইয়ুংথাম ভ্যালির জিরো পয়েন্টে। অন্যদিকে সৃজিতের পোস্ট করা সিকিমের কিছু ছবির কোলাজে তাঁদের সঙ্গে দেখা গিয়েছে আরও বেশ কয়েকজনকে। তাঁরা কারা তা অবশ্য স্পষ্ট নয়। 


আরও পড়ুন-শরীরে সুতো নেই, নগ্ন ফটোশ্যুটে 'Kabir Singh' অভিনেত্রীর সাফাই, 'এভাবেই তো জন্মেছি'




দুদিন আগে সিকিমে পৌঁছে রংপো শহরের একটি ক্যাফেতে বসে বেশকিছু ছবির কোলাজ পোস্ট করেছিলেন সৃজিত। 



আরও পড়ুন-Amitabh-র গলা শুনতে নারাজ, COVID নিয়ে কলার টিউন বন্ধের আর্জি দিল্লি হাইকোর্টে


ক্রিসমাসের আগে মেয়ে আইরাকে নিয়ে বাংলাদেশে গিয়েছিলেন রাফিয়াত রাশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)। ক্রিসমাস উপলক্ষ্যে বাবা তাহসান খানের (খ্যাতনামা সঙ্গীতশিল্পী) কাছে চলে যায় ছোট্ট আইরা। তবে ক্রিসমাস বাংলাদেশে কাটালেও, সমস্ত কাজ মিটিয়ে নতুন বছরের আগেই কলকাতায় ফেরেন মিথিলা এবং আইরা। মিথিলা, আইরা কলকাতায় ফেরার পর তাঁদের নিয়ে New Year-এর সেলিব্রেশনে মেতে ওঠেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। বছরের প্রথম দিনে 'রশিদ, মুখোপাধ্যায়, খান' বলে নিজেদের ছবি শেয়ার করেন মিথিলা। রাজ চক্রবর্তী (Raj Chakraborty), শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়ের আমন্ত্রণে মেয়ে আইরাকে নিয়ে রাজশ্রীর বাড়িতে হাজির হন সৃজিত, মিথিলা। রাজ, শুভশ্রীর বাড়িতে New Year সেলিব্রেশনের বেশকিছু ছবি শেয়ার করেন অভিনেত্রী মিথিলা। ছোট্ট যুবানকে দেখে আইরা খুব খুশি বলেও জানান সৃজিত-মিথিলা।