জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাড়িতে খাট থেকে পড়ে কোমরের হাড় ভেঙেছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক উৎপলেন্দু চক্রবর্তীর(Utpalendu Chakraborty)। শুধু তাই নয়, রয়েছে বুকে ও ফুসফুসে সংক্রমণও। হাসপাতালে ভর্তি ৭৬ বছর বয়সী পরিচালক। দীর্ঘদিন ধরে তাঁকে দেখাশোনার দায়িত্ব নিয়েছেন অর্ঘ্য মুখোপাধ্য়ায়। তিনিই এসএসকেএম হাসপাতালে ভর্তি করেছেন পরিচালককে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Dev: 'আমি জিতবই', উত্তরবঙ্গে প্রচারে আত্মবিশ্বাসী দেব...


উৎপলেন্দু চক্রবর্তীর দুই মেয়ে ঋতাভরী চক্রবর্তী ও চিত্রাঙ্গদা শতরূপা। তবে স্ত্রী ও দুই কন্যার সঙ্গেই তাঁর কোনও যোগাযোগ নেই। বেশ অনেক বছর একাই থাকেন তিনি। জানা যায় যে  দীর্ঘদিন ধরেই অসুস্থতা আর অর্থাভাবে জেরবার পরিচালক, ঠিকভাবে হাঁটাচলার শারীরিক ক্ষমতাও নেই। চোখ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন পরিচালক, অথচ সেই পরিচালকের থেকে এখন বিচ্ছিন্ন তাঁর সিনেমার জগতের মানুষেরাও। 


গত দেড় বছর ধরে রাজ্য় সরকারের তরফে দেওয়া ফ্ল্যাটে একাই থাকেন পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। দিন তিনেক আগে রিজেন্ট পার্কের সেই বাড়িতেই খাট থেকে পড়ে যান বর্ষীয়ান পরিচালক। এরপরেই তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। আপাতত রাজ্য সরকারই তাঁর চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করছে। ডিজিট্যাল এক্স রে ও একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর জানা গিয়েছে, পড়ে যাওয়ায় তাঁর ফিমার বোনে চিড় ধরেছে।


আরও পড়ুন- Director's Daughter Death: পারিবারিক অশান্তি থেকেই চরম সিদ্ধান্ত! হোটেল থেকে উদ্ধার জনপ্রিয় বাঙালি পরিচালকের মেয়ের দেহ...


অর্ঘ্য মুখোপাধ্যায় জানান, ‘অনেকদিন ধরেই ওঁর প্রস্টেটের সমস্যা। ক্যাথিডার লাগানো ছিল, বৃহস্পতিবারই সেটি খোলা হয়। গত পরশুদিন ফোন মারফত জানান, তিনি পড়ে গিয়েছেন। আমি গিয়ে কোনওরকমে তাঁকে উদ্ধার করি। পাঁজাকোলা করে খাটে শোওয়ানোর পর দেখি যথেষ্ট শ্বাসকষ্ট রয়েছে। দ্রুত জিয়াউল হকের সঙ্গে যোগাযোগ  করি। দীর্ঘদিন ওঁর চিকিৎসা করছেন ডঃ দীপ্তেন্দ্র সরকার, তাঁকেও জানানো হয়। জিয়াউল হক (ডেপুটি সুপার, এসএসকেএম) দ্রুত ওঁকে ভর্তির ব্যবস্থা করেন। বুধবার অর্থোপেডিক সার্জেনদের একটি দল তাঁকে দেখতে আসবে। তবে অস্ত্রোপাচার ছাড়া গতি নেই, স্পষ্ট জানাচ্ছেন চিকিৎসকরা। কিন্তু কবে অপারেশন হবে, সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বুধবার'। 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)