ওয়েব ডেস্ক : ল্যাকমে ফ্যাশন উইকে হাজির হয়েছিলেন বলিউডের তাবড় তারকারা। আর সেখানে বি টাউনের অন্যদের সঙ্গে ছিলেন দিশা পাটানি ও টাইগার শ্রফও। রেড কার্পেট থেকে যখন র্যাম্পে হাজির হলেন দিশা, তখন যেন তাঁর গ্ল্যামার যেন ঝলসে ওঠে। কিন্তু, আচমকাই স্টেজ থেকে নেমে যান দিশা। এমএস ধোনির অভিনেত্রী আচমকা কেন স্টেজ থেকে নেমে যান, তা বোধগম্য হচ্ছিল না কারও। আর সেই কারণেই শুরু হয়ে যায় ফিসফাঁস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা যায়, দিশা স্টেজে উঠলে হঠাতই তাঁর কানে গিয়ে কিছু বলেন জ্যাকি পুত্র। আর এরপরই স্টেজ থেকে নেমে গিয়ে ফের রেড কার্পেটে হাঁটতে শুরু করেন দিশা।


জানা যায়, ল্যাকমে ফ্যাশন উইকে সাদা এবং সোনালী রঙের গ্লিটারি পোশাক পরেছিলেন দিশা। আর সেটি এতটাই ছোট ছিল যে, কাঁচের তৈরি ওই স্টেজে প্রায় সব কিছুই প্রতিফলিত হচ্ছিল। আর সেই 'উপস মোমেন্ট' দেখেই বান্ধবীকে সতর্ক করেন টাইগার শ্রফ। জ্যাকি পুত্রের সেই সাবধানবাণী পাওয়ার পর পরই স্টেজ থেকে নেমে যান দিশা। এবং, রেড কার্পেটে পোজ দেন তিনি।


দেখুন সেই ভিডিও..