ওয়েব ডেস্ক: দেশের টেলিভিশনে এখন রীতিমতো জনপ্রিয় মুখ এখন দিব্যাঙ্কা ত্রিপাঠি। তাঁকে যেমন মানুষ পছন্দ করেন, তেমনই তিনি এবং তাঁর স্বামী বিবেক দাহিয়ার জুটিকেও খুবই পছন্দ করেন দর্শকরা। বেশ মিষ্টি রোম্যান্টিক রিয়েল লাইফ জুটি বলেই তাঁরা পরিচিত। আপাতত, দুজন ছুটি কাটাতে ব্যস্ত ইউরোপে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ৬৬ বছর বয়সেই চলে গেলেন কিংবদন্তি অভিনেতা ওম পুরী


আর এমন মনোরম পরিবেশ এবং সৌন্দর্যৈ থেকে রীতিমতো কবি কবি ভাব দিব্যাঙ্কার। তিনি তো এখন রীতিমতো কবিতা লেখা শুরু করেছেন। আর সবই তাঁর স্বামীর জন্যই। তাঁর লেখা তিনটে লাইন তো আপনাকেও ভাবাতে বাধ্য করবে। তাহলে স্বামী বিবেক দাহিয়ার জন্য দিব্যাঙ্কার লেখা তিনটে লাইন পড়েই নিন আগে।


আরও পড়ুন  নতুন সম্পর্কে ক্যাটরিনা?


'উনোনে সমঝা ইয়ে সফর কা আনজাম থা..
হাম মুস্কুরা দিয়ে...
কী আগলে খুশনুমা সফর কে আঘাজ কী খবর ভি না থি উনহে!'