ওয়েব ডেস্ক: অমিতাভ বচ্চনের ক্যুইজ শো কৌন বনেগা ক্রোড়পতি সিজন ৯-এর প্রথম কোটিপতি অনামিকা মজুমদার। জামশেদপুরের বাসিন্দা এই প্রতিযোগী। দুই সন্তানের মা অনামিকা একটি NGO চালান। প্রতিযোগী অনামিকার জীবনকাহিনি খুবই প্রেরণামূলক। চিনে নিন কৌন বনেগা ক্রোড়পতি সিজন ৯-র প্রথম কোটিপতি অনামিকাকে-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সদ্য কোটিপতি হওয়া অনামিকা মজুমদার আসলে মাদার টেরেসার মতো জীবনযাপন করতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্যের হাতে তো কারও নিয়ন্ত্রণ নেই। কার জীবন কোন দিকে গড়াবে, তা ভাগ্যই একমাত্র জানে। অনামিকার ক্ষেত্রেও তাই-ই হয়েছে। কোটিপতি হওয়ার পর এক সাক্ষাত্‌কারে অনামিকা জানিয়েছেন, মাদার টেরেসার মতো হতে চেয়েও মায়ের ইচ্ছায় বিয়ে করতে হয় তাঁকে। বিয়ের পর সমাজসেবার কাজ তেমনভাবে করে উঠতে পারেননি। সংসারের বিভিন্ন দায়বদ্ধতায় আটকে পড়েছিলেন। ২০১০ সাল থেকে আবার সমাজসেবার কাজে নেমে পড়েন।


‘কৌন বনেগা ক্রোড়পতি‘তে কোটি টাকা জিতলেন জামশেদপুরের মহিলা


অনামিকা বলেন, ‘গত ৭ বছর ধরে গরিব এবং দুস্থ শিশুদের পড়াশোনা, তাদের সংস্কৃতির উন্নতির জন্য কাজ করছি। এর কিছু বছর পর একটি NGO খুলি। কিন্তু NGO চালানোর মতো প্রযোজনীয় আর্থিক পরিকাঠামো নেই আমার। তাই কেবিসিতে আসা। যাতে এখান থেকে জেতা অর্থ দিয়ে ওদের আরও সাহায্য করতে পারি।’


অভিনেত্রী হিনা খানের আজব চাহিদা বাতিল করে দিল বিগ বস!