নিজস্ব প্রতিবেদন : বহু প্রতীক্ষার পর পুজোয় (২১ অক্টোবর) মুক্তি পেয়েছে অনির্বাণ ভট্টাচার্য ও মিমি চক্রবর্তী অভিনীত ছবি  'ড্রাকুলা স্যার'। মাত্র ৫০ শতাংশ দর্শক নিয়ে ছবিটি হলে দেখানো হলেও  'ড্রাকুলা স্যার' দর্শকদের মন কাড়তে সফল। এবার দীপাবলির উপহার হিসাবে গোটা দেশের দর্শকদের হিন্দিতে 'ড্রাকুলা স্যার' উপহার দিতে চলেছে প্রযোজনা সংস্থা SVF। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'ড্রাকুলা স্যার' শুধুমাত্র অমল-মঞ্জরীর ভালোবাসার গল্প নয়। এই ছবির মাধ্যমে রূপক অর্থে অনেক কথাই তুলে ধরেছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। পরিচালক দেবালয় ভট্টাচার্য এই ছবির মাধ্যমে বাংলা ছবির দুনিয়ায় এক নতুন ঘরানা তৈরি করলেন বললেও ভুল হয় না। ছবিতে দেশীয় গন্ধের পাশাপাশি পাশ্চাত্যের সিনেমার ধরনও রয়েছে। ইংরাজি ছবির দর্শক ড্রাকুলার সঙ্গে বেশ ভালোই পরিচিত। যদিও আবার 'ড্রাকুলা স্যার' ছবিতে 'ড্রাকুলা'র কথা উঠে এলেও তা রূপক অর্থে। ছবিতে বাঙালীয়ানা রয়েছে। ১৯৭১-এর সময়কাল এবং বর্তমান সময়, বাংলার দুই সময়কাল সমান্তরালভাবে গল্পের প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে। উঠে এসেছে শিক্ষকের ভূমিকায় অনির্বাণ, তাঁর ক্যানাইন দাঁতের বিড়ম্বনা কথা। ৭১ এর নকশাল আন্দোলনের প্রসঙ্গও যেমন ছবিতে রয়েছে, তেমন রয়েছে অমল সোমের ভালোবাসার কথাও। আর এবার বাংলার এই অন্যরকম ঘরানার ছবিই হিন্দিভাষী দর্শকরা দীপাবলির উপহার হিসাবে পেতে চলেছেন।


আরও পড়ুন-৩ বছর বয়সেই যৌন লালসার শিকার হয়েছি, তারপর থেকেই লড়াই করছি : ফতিমা সানা শেখ



পরিচালক হিসাবে দেবালয় ভট্টাচার্য এই ছবি বানিয়ে যথেষ্ট সফল তাতে কোনও সন্দেহ নেই। তবে 'ড্রাকুলা স্যার' হিন্দি ছবির দর্শকদের কতটা মন কাড়তে পারে এখন সেটাই দেখার।


আরও পড়ুন-জাঁকজমক নেই, ঘরোয়াভাবেই লক্ষ্মীর আরাধনায় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়