নিজস্ব প্রতিবেদন : শুক্রবার নারকটিক্স কন্ট্রোল ব্য়ুরোর অফিসে হাজির হবেন অর্জুন রামপাল। মাদক মামলায় সমন পাঠানোর জেরে শুক্রবার এনসিবির দফতরে হাজির হতে হবে বলিউড অভিনেতাকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার অর্জুন রামপালের বিশেষ বান্ধবী গ্যাব্রিয়েলাকে জিজ্ঞাসাবাদ করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। গ্যাব্রিয়েলার পরই ফের অর্জুনকে সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর।


আরও পড়ুন : ঝুলন্ত অবস্থায় উদ্ধার আসিফ বসরার মৃতদেহ, স্তম্ভিত গোটা বলিউড


মাদক মামলায় সম্প্রতি বেশ কয়েকজন কারবারী এবং পাচারকারীকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। মাদক কারবারী এবং পাচারকারীদের জেরার সময় উঠে আসে অর্জুন রামপালের নাম। এরপরই অভিনেতাকে সমন পাঠায় তদন্তকারী সংস্থা। অর্জুন রামপালের পাশাপাশি তাঁর বান্ধবীকেও একযোগে সমন পাঠানো হয়।


অন্যদিকে অর্জুন রামপালের বাড়িতে তল্লাসি চালিয়ে সেখান থেকে বেশ কয়েকটি আইপ্যাড, মোবাইল ফোন উদ্ধার করা হয়। আইপ্যাড, মোবাইল ফোনের পাশাপাশি বেশ কয়েকটি ইলেক্ট্রনিক গেজেসও সেখান থেকে বাজেয়াপ্ত করা হয় বলে খবর।