নিজস্ব প্রতিবেদন : ‘দুপুর ঠাকুরপো’-র ঝুমা বউদিকে মনে আছে তো? যে লাস্যময়ী বউদির চোখের মায়ায়, এক চিলতে হাসিতে আট থেকে আশির পুরুষ হৃদয়ে ঝড় ওঠে। সেই ঝুমা বউদির এই রূপে চমকে উঠবেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : পাকিস্তানে ভোটে লড়ছেন অমিতাভ-মাধুরী?


সম্প্রতি একটি টেলিভিশন শো-এ আসছে ‘নজর’। আর সেখানেই এক ‘ডাইনি’ রূপে হাজির হচ্ছেন মোনালিসা। ভোজপুরি অভিনেত্রীর অতুন এই রূপে চমকে উঠবেন আপনি। লাল কিংবা কালো শাড়িতে যখন মোনালিসা দর্শকদের সামনে হাজির হচ্ছেন, সেই সময় চমকে উঠতে বাধ্য আপনিও। দেখুন ‘নজর’-এর প্রমো..


 



এ বিষয়ে মোনালিসাকে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন, এই প্রথম নেগেটিভ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি খুশি। একজন অভিনেত্রী হিসেবে, বিভিন্ন রকমের চরিত্রে অভিনয় করাটা তাঁর কাছে অন্যতম একটি সুযোগ। টেলিভিশনের বিভিন্ন শো-এ বিভিন চরিত্রে তিনি অভিনয় করেছেন, কিন্তু, এই ধরনের নেগেটিভ চরিত্রে এই প্রথম অভিনয় করছেন বলেও জানিয়েছেন মোনালিসা।


আরও পড়ুন : সচিনের সঙ্গে বিচ্ছেদ নিয়ে বিস্ফোরক জুহি


এদিকে এই প্রথম বাংলায় অভিনয় করছেন মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাস। ফলে, কলকাতার মেয়ে হিসেবে বাংলা ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’-তে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি খুশি বলেও জানিয়েছেন মোনালিসা।