Durga Puja 2022 : `ঢাকার সিদ্ধেশ্বরী কালীমন্দিরে ছোটবেলার সেই দুর্গাপুজোর স্মৃতি এখনও টাটকা!`
`সৃজিত এমনিতেই পুজোটা কলকাতায় থাকবে না। ও শিলং থেকে ফিরবে, তারপর আবার মুম্বই চলে যাবে। পুজোর সময় আমি আমার প্রিয় জামদানি শাড়ি কেনার চেষ্টা করি, আর সেটা আমি বাংলাদেশ থেকেই কিনি। এবারও অর্ডার করা আছে, ঢাকায় গেলে ওটা পেয়ে যাব। আর সৃজিতের জন্য এখনও কিছু কেনাকাটা করে উঠতে পারিনি। আমার শাশুড়ি, ননদ, আইরা এবং পরিবারের সবার জন্যই কেনাকাটা করব। আর এই সপ্তাহেই করব। আসলে আমিও আফ্রিকায় ছিলাম, কিছুদিন আগেই ফিরেছি। তাই সব মিলিয়ে কেনাকাটা কিছু হয়নি।`
Durga Puja 2022, Rafiath Rashid Mithila, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : সৃজিতের সঙ্গে বিয়ের পর থেকে মেয়েকে নিয়ে কলকাতাতেই পাকাপাকিভাবে বাস। বিয়ের প্রথমবছর (২০২০) প্রথবার কলকাতার পুজো দেখেন। কলকাতার পুজোর জাঁকজমক, পুজোর সাজ, প্যান্ডেল দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তবে এবার আর পুজোতে কলকাতায় থাকা হচ্ছে না মিথিলার। মেয়েকে নিয়ে পুজোটা কাটবে বাংলাদেশে। এবার পুজোর প্ল্যান Zee ২৪ ঘণ্টা ডিজিটালের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী, সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। সঙ্গে তাঁর স্মৃতির পাতা থেকে উঠে এল ছোটবেলার পুজোর কিছু স্মৃতি।
মিথিলা বলেন, 'এবার পুজোয় ঢাকায় থাকব। সপ্তমীর দিনই ঢাকায় চলে যাব। আইরার স্কুল ছুটি থাকবে। আর ওর স্কুল ছুটি থাকলে আমি ঢাকায় চলে যাওয়ারই চেষ্টা করি। ওখানে আমার বাবা-মা পরিবারের সঙ্গেই পুজোটা সেলিব্রেট করব। ঢাকাতেও পুজোটা বেশ জাঁকজমকপূর্ণভাবেই হয়। ওখানেও আমরা প্যান্ডেলে যাই, বন্ধুদের বাড়িতে গিয়ে আড্ডা, খাওয়াদাওয়া সবই হয়। আর সৃজিত এমনিতেই পুজোটা কলকাতায় থাকবে না। ও শিলং থেকে ফিরবে, তারপর আবার মুম্বই চলে যাবে। পুজোর সময় আমি আমার প্রিয় জামদানি শাড়ি কেনার চেষ্টা করি, আর সেটা আমি বাংলাদেশ থেকেই কিনি। এবারও অর্ডার করা আছে, ঢাকায় গেলে ওটা পেয়ে যাব। আর সৃজিতের জন্য এখনও কিছু কেনাকাটা করে উঠতে পারিনি। আমার শাশুড়ি, ননদ, আইরা এবং পরিবারের সবার জন্যই কেনাকাটা করব। আর এই সপ্তাহেই করব। আসলে আমিও আফ্রিকায় ছিলাম, কিছুদিন আগেই ফিরেছি। তাই সব মিলিয়ে কেনাকাটা কিছু হয়নি।'
আরও পড়ুন-কোভিড-কাল পেরিয়ে পুজোয় প্রবাস পাড়ি বাংলা গানের
মিথিলার জানান, দুর্গাপুজোর সঙ্গে তাঁর ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে। তাঁর কথায়, 'বাংলাদেশে বড় করেই পুজো হয়। ওখানে আমাদের পাড়াতেই পুজো হত। ছোটবেলায় আমি যে পাড়ায় থাকতাম, সেখানে সিদ্ধেশরী কালীমন্দির আছে। ঢাকার ওই এলাকাটার নামই সিদ্ধেশরী। পুজোর সময় প্রতিবার সেখানে মেলা হত, সেখানে গিয়ে চুড়ি, টিপ এটা ওটা সেটা কিনতাম। খেলনা কিনতাম। পুজোর ঢাকে কাঠি পড়লেই গোটা পাড়ায় উৎসবের চেহারা নিত। সকাল থেকে রাত পর্যন্ত ঢাকের আওয়াজে সরগরম। ঠাকুর দেখা ছাড়াও খাওয়া-দাওয়ার বিশাল আয়োজন হত। দুর্গাপুজোর সেইসব স্মৃতি আমার কাছে জ্বলজ্বল করে রয়েছে।'
আরও পড়ুন-শব্দহীন ভিডিয়োতে জুড়লো সুর, মহালয়ার মুখে মোহময় মিমি
২০১৯-এর ৬ ডিসেম্বর বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী এবং সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। পরিচালকের দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয়েছিল বিয়ের অনুষ্ঠান। পরে ২০২০- ফেব্রুয়ারিতে ঘটা করে রিসেপশন পার্টিও দিয়েছিলেন তারকা দম্পতি। যেখানে হাজির ছিলেন টলিপাড়ার বহু তারকা।