নিজস্ব প্রতিবেদন :  করোনা আক্রান্ত একতা কাপুরের বালাজি টেলিফিল্মসের এক্সিকিউটিভ তনুশ্রী দাশগুপ্ত। শনিবার রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। তনুশ্রীর মায়ের COVID- টেস্টের রিপোর্টও পজিটিভ এসেছে বলে জানা যাচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'স্পটবয় ই'কে দেওয়া সাক্ষাৎকারে তনুশ্রী জানিয়েছেন, ''আমাকে শনিবার রাতেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। অক্সিজেনের অভাববোধ করছিলাম। ডাক্তার আমার রক্ত পরীক্ষা করান এবং হাসপাতালে ভর্তি করে নেন। আমায় এই মুহূর্তে নজরদারিতে রাখা হয়েছে। আমি বাড়িতে মায়ের সঙ্গে থাকছিলাম। ওনারও করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে, তবে হাসপাতালে ভর্তি করতে হয়নি। মা বাড়িতে হোম কোয়ারেন্টাইনে অনেকটাই সুস্থ হয়ে উঠছেন।''


আরও পড়ুন-ঐশ্বর্য, আরাধ্যার আরোগ্য কামনা করে 'প্রাক্তন' বিবেকের টুইটে মজেছেন নেটিজেনরা


তনুশ্রী আরও বলেন ''আমার একটু বেশিই কষ্ট হচ্ছিল। তাই ঠিক করলাম ভর্তি হতে হবে। হাসপাতালে ডাক্তার, নার্সরা যথেষ্ঠ সাহায্য করছেন। আমার এখনও ব্রঙ্কাইটিসের কাশি ও সর্দি রয়েছে, তার চিকিৎসাও চলছে। প্রথমে ভীতিজনক পরিস্থিতিই হয়েছিল, তবে ঠিকঠাক চিকিৎসা হলে ভয় নেই। আশা রাখি সবাই দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরব।''


প্রসঙ্গত, সম্প্রতি একতা কাপুরের শো 'কসৌটি জিন্দেগি কি'র অনুরাগ পার্থ সামন্থনেরও করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে। তাঁর সংস্পর্শে যাঁরা যাঁরা এসেছিলেন, তাঁদের সকলেরই টেস্ট হচ্ছে। 


আরও পড়ুন-করোনা আক্রান্ত 'কসৌটি জিন্দেগি কি'র 'অনুরাগ' পার্থ সামন্থন, বন্ধ ধারাবাহিকের শ্যুটিং