ওয়েব ডেস্ক : বিদায় নিল সুর। যাঁর সুরে এখনও গুনগুনিয়ে ওঠে গোটা বিকেল। এখনও মনকেমন করে বিকেলের ডাকে চিঠি পাওয়ার জন্য, সেই তিনি আর নেই। অমৃতলোকের ডাক পেয়েছেন বনশ্রী সেনগুপ্ত। আজ বেলা এগারোটা নগাদ এসএসকেএম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পি। বয়েস হয়েছিল তিয়াত্তর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেশ কিছুদিন ধরেই ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন। হার্টের অবস্থাও ভালো ছিল না। হাসপাতালে ভর্তি ছিলেন দশ দিন। হুগলি জেলার চুঁচুড়ায় জন্ম বনশ্রী সেনগুপ্ত-র। বাবা শ্রী শৈলেন্দ্রনাথ রায়ের কাছে গান শেখার শুরু। পরে কলকাতায় এসে সুরকার সুধীন দাশগুপ্ত-র কাছে টানা তালিম। পুজোর গানের রেকর্ড একের পর এক হিট। বনশ্রী সেনগুপ্তের মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার সুর মহল। শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


আরও পড়ুন, সন্তানকে সঙ্গে নিয়ে আত্মহত্যা, কোথায় লুকিয়ে মায়ের অবসাদ?