ওয়েব ডেস্ক: নিজের 'নগ্ন দর্শন' নিয়ে এবার সরাসরি মুখ খুললেন প্রাক্তন মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এষা গুপ্ত। "জীবন খুবই ছোট, হেসে বাঁচো", নগ্ন ছবি পোস্টের বিষয়ে সাফ জানালেন বলিউড ডিভা এষা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি সোশ্যাল নেটওয়ার্ক সাইট ইনস্টাগ্রামে নিজের টপলেস ছবি পোস্ট করে বিতর্কে এসেছিলেন এই বলি ডিভা। নিন্দুকরা যত কটু কথাই বলুক না কেন, নিজের ছবি পোস্ট করা নিয়ে কখনই পিছপা হননি তিনি। বরং সমস্ত নিন্দার পাল্টা হিসেবে এষা বেছে নিয়েছেন তাঁর 'ডোন্ট কেয়ার অ্যাটিটিউড'।  


২০১২ সালে 'জন্নত টু' ছবিতে বলিউডে ডেবিউ করেন এষা গুপ্ত। উল্লেখ্য, এবছর মিলন লুথরিয়া পরিচালিত 'বাদশাহো' ছবিতেও দেখা যাবে প্রাক্তন মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এষা গুপ্তকে। এই ছবিতে একই সঙ্গে দেখা যাবে অজয় দেবগণ, এমরান হাসমি, ইলিয়ানা ডি'ক্রুজ এবং সঞ্জয় মিশ্রকেও।