নিজস্ব প্রতিবেদন: বাকি সমস্ত সিজনের থেকে একেবারে আলাদা ‘বিগ বস সিজন ১১’। সিজন শুরু থেকেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে বিতর্ক। নমিনেশন, এভিকশন, টাস্ক সব কিছুতেই অন্য এপিসোডগুলিকে ছাপিয়ে গিয়েছে এই সিজনের বিতর্ক। শোনা যাচ্ছে, এই সিজনের বিগ বসে নাকি আসতে চলেছেন সলমন খানের ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শিশুশিল্পী!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : মুক্তির আগেই ‘বাহুবলী ২’-এর রেকর্ড ভেঙে দিল সলমন খানের ‘টাইগার জিন্দা হ্যায়’


সম্প্রতি প্রাক্তন বিগ বস প্রতিযোগী মোনালিসার টুইট ঘিরে জল্পনার শুরু। মোনালিসার টুইটে স্পষ্ট ইঙ্গিত মিলেছে, বিতর্কিত এই রিয়েলিটি শোয়ের ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে আসতে চলেছেন সলমন খানের ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শিশুশিল্পী জোয়া আফরোজ এবং মডেল নাতালিয়া। দু'জনকেই গুড লাক উইশ করেছেন অভিনেত্রী।




আরও পড়ুন : শাড়ি পরা ছবি দিয়ে ফের সোশ্যাল মিডিয়ার রোষের মুখে ফতিমা সানা শেখ



বিগ বসের ঘরের ওয়াইল্ড কার্ড এন্ট্রির নাম ফাঁস হতেই কাহিনীতে টুইস্ট এসেছে। ভোজপুরী অভিনেত্রী মোনালিসার দাবি, টুইটারে তাঁর কোনও অ্যাকাউন্টই নেই। অন্য কেউ তাঁর নাম করে টুইট করেছেন।