মুক্তির আগেই ‘বাহুবলী ২’-এর রেকর্ড ভেঙে দিল সলমন খানের ‘টাইগার জিন্দা হ্যায়’

মঙ্গলবার ৭ নভেম্বর মুক্তি পেয়েছে বলিউড ভাইজান সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’-র ট্রেলার। মুক্তি পেয়েই বাজিমাত করল সলমন-ক্যাটরিনা জুটির এই ছবির রুদ্ধশ্বাস ট্রেলার। গড়ল নতুন রেকর্ড। এমনকী দক্ষিণী সুপারস্টার প্রভাসের ‘বাহুবলী ২’কে হার মানাল সলমনের নতুন ছবির ট্রেলর!

Updated By: Nov 10, 2017, 03:38 PM IST
মুক্তির আগেই ‘বাহুবলী ২’-এর রেকর্ড ভেঙে দিল সলমন খানের ‘টাইগার জিন্দা হ্যায়’

নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার ৭ নভেম্বর মুক্তি পেয়েছে বলিউড ভাইজান সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’-র ট্রেলার। মুক্তি পেয়েই বাজিমাত করল সলমন-ক্যাটরিনা জুটির এই ছবির রুদ্ধশ্বাস ট্রেলার। গড়ল নতুন রেকর্ড। এমনকী দক্ষিণী সুপারস্টার প্রভাসের ‘বাহুবলী ২’কে হার মানাল সলমনের নতুন ছবির ট্রেলর!

আরও পড়ুন : সংঘাত চরমে? সলমনের সঙ্গে 'লড়াইয়ে' নামছেন ঐশ্বর্য!

সলমন খানের ‘টাইগার জিন্দা হ্যায়’ নিয়ে দর্শকদের আকর্ষণ বরাবরই চরমে। মঙ্গলবার ট্রেলার মুক্তি পেতেই বোঝা যায়, দর্শকরা ঠিক কতটা উত্তেজিত। পরিচালক আলি আব্বাস জাফরের ‘টাইগার জিন্দা হ্যায়’-র ট্রেলার মাত্র ৪ দিনেই ৬,৪৮,০০০ লাইক পেয়ে গিয়েছে। যা ছাপিয়ে গিয়েছে ‘বাহুবলী ২’-এর লাইক সংখ্যাকেও। ৪ দিনে ‘বাহুবলী ২’-এর লাইক সংখ্যা ছিল ৫,৪১,০০০। প্রসঙ্গত, ২২ ডিসেম্বর মুক্তি পাবে ‘টাইগার জিন্দা হ্যায়’।

আরও পড়ুন : এবার কি বিয়ের পিঁড়িতে সোনম? পাত্র কে জানেন..

.