রণিতা গোস্বামী: এমন অনেকেই রয়েছেন যাঁরা সময়ের অভাবে এতদিন নিজের পছন্দের অনেক কাজ করতে পারতেন না। বিশ্বজুড়ে কঠিন পরিস্থিতিতে ঘরবন্দি এই জীবনের মধ্যেও অনেকেই তাই পজিটিভিটি খুঁজে নিচ্ছেন। তাঁদের মধ্যে একজন বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। কৌশানি তাঁর লকডাউন ডায়েরির কথা খোলসা করলেন Zee ২৪ ঘণ্টা ডট কম-এর সঙ্গে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কৌশানির কথায়, ''আমি রান্না করতে ভীষণই ভালোবাসি। আমি ঠিক করেছি এই সময় আমি নানান ধরনের ফ্যান্সি রান্না করার চেষ্টা করবো, যেমন বেকিং। আমি এতদিন ভয়ের চোটে বেকিং-এর চেষ্টা করিনি কখনও। তবে এই লকডাউনে আমি অনেক নতুন রান্না শিখেছি। অনেকেই আমায় পরামর্শ দিয়েছেন রেস্তোরাঁ খোলার। আমিও ভেবেছি সবকিছু স্বাভাবিক হয়ে গেলে একটা রেস্তোরাঁ খুলবো। বেশকিছু রান্নার ভিডিয়ো আমি সোশ্যাল মিডিয়াতেও দিয়েছি।''


আরও পড়ুন-'সহজকে নিয়েই সময় কাটছে, ছবি আঁকাটা আবার শুরু করেছি', বললেন প্রিয়াঙ্কা



''এই তো সেদিন ফিরনি বানিয়েছিলাম, সবার বেশ ভালো লেগেছে। মটন রোগান জোশ, শাহি পনির, চিকেন নবাব ডাল, পোলাও, আরও কত কিছু বানিয়েছি। মায়ের সঙ্গে মিলে বিরিয়ানি করেছি, এমনকি বাড়িতে ফুচকাও তৈরি করেছি, আর কত বলবো...।''


 কৌশানির কথায়, ''তবে হ্যাঁ এই সময় খাওয়াটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই সুস্থ থাকাটাও দরকার। এই মহূর্তে সপ্তাহে ৩-৪ দিন ট্রেনারের কাছে অনলাইন যোগা ক্লাস করছি। বাড়ির টেরেসে গিয়ে কার্ডিও করছি।''



 

 

 

 



 

 

 

 

 

 

 

 

 

 


কৌশানি আরও জানান, ''রান্নাবান্না ছাড়াও  যাঁদের সঙ্গে এতদিন ব্যস্ততার মধ্যে হয়ত কথা বলে উঠতে পারতাম না ফোনো এমন অনেক আত্মীয়র সঙ্গেই এখন কথা হচ্ছে। এতদিন কাজ থেকে ফিরে রাতে দুই থেকে আড়াই ঘণ্টা Me Time কাটাতাম, বিভিন্ন সিনেমা দেখতাম। এখন সেই সময়টা পুরোটাই পাচ্ছি। নেটফ্লিক্স, আমাজন প্রাইম-এ বিভিন্ন সিরিজ দেখছি। যেমন ওয়েব সিরিজের মধ্যে 'The Haunting of Hill House' দেখলাম, এখন Four More Shots Please! দেখছি, Money Heist দেখা শুরু করেছি। সিনেমার মধ্যে The Wedding Year, The Proposal, Blended দেখলাম। এছাড়াও Ishq বলে একটি পুরনো ছবি দেখছিলাম আগেরদিন। এই ছবিগুলি দেখে কিছু শেখার চেষ্টা করছি। আবার অনেক সময় নিজের ছবিও দেখছি, অনেক জায়গায় মনে হচ্ছে, এটা হয়ত আরও ভালো হতে পারতো। সেগুলো নোট করছি।


আরও পড়ুন-সিঙ্গাপুরেও লকডাউন, ৩৭ তলার ফ্ল্যাটে কীভাবে সময় কাটাচ্ছেন 'বন্দি' ঋতুপর্ণা?



''এই সব কিছু ছাড়া এখন গার্ডেনিং করতেও বেশ ভালো লাগছে। আমার বাড়িতে বেগুন, লঙ্কা সহ বেশকিছু সবজির গাছ মা বসিয়েছেন। এখন আমিই সেগুলোর দেখাশোনা করছি। মা-বাবার সঙ্গে বেশ ভালো সময় কাটছে। আর, আমরা বন্ধুরা সবাই যেহেতু রাতে দেরিতে ঘুমোতে যাই, তাই বন্ধুদের সঙ্গে ভিডিয়ো কলে রাতেই কথা হয়, আড্ডা হয়। বনির সঙ্গেও ভিডিয়ো কলে কথা হচ্ছে। রাত ১২টার পর (যখন সকলের খাওয়া হয়ে যায়) বন্ধুরা মিলে অনলাইনে লুডো খেলি। প্রচুর আড্ডা দি। সেটা চলে প্রায় ২ ঘণ্টা।''



আরও পড়ুন-হোম কোয়ারেন্টাইনে কীভাবে কাটছে 'রাণী রাসমণি' দিতিপ্রিয়ার?


কৌশানির কথায়, ''১৭ মে আমার জন্মদিন, আর এবার মনে হচ্ছে লকডাউন বার্থ ডে সেলিব্রেট করতে হবে। তবে একটা বিষয় ভেবে শান্তি পাচ্ছি, আমার দুটো ছবি 'বিয়ে ডট কম' আর সুজিত মণ্ডলের 'স্টুপিড', দুটোরই শ্যুট শেষ হয়ে গিয়েছে। আমি ১৭ মার্চ বিয়ে ডট কমের শ্যুট শেষ করলাম, আর ২২ মার্চ থেকেই লকডাউন। তবে কিছু ফিকশন, নন ফিকশন নিয়ে কথা হচ্ছিল, সেগুলো তো আটকে রয়েছে, কিছু করার নেই।''