‘বিয়ে করলেই কী চিৎকার করে বলতে হবে করেছি?` প্রথমবার বিয়ে নিয়ে মুখ খুললেন Nuarat-Yash
পরিবার তৈরি সবচেয়ে গুরুত্বপূ্র্ণ : নুসরত
নিজস্ব প্রতিবেদন: চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন তাঁরা, বিতর্ক পিছু ছাড়ে না যশ-নুসরত জুটির, দুজনকে নিয়ে কম জল্পনা হয়নি ইন্ডাস্ট্রিতে। ঈশানকে ঘিরেই এখন তাঁদের জীবন। দুজনেই খুব খুশি। তবে এখনও একটি প্রশ্ন সকলের মনে ঘোরা ফেরা করে, কবে বিয়ে করলেন নুসরত (Nusrat Jahan) যশ (Yash Dasgupta) ? যশের জন্মদিনে নুসরতের উপহার দেওয়া কেকের উপর জ্বলজ্বল করছিল ‘হাসবেন্ড’ লেখা, এর পর থেকেই শুরু হয় চর্চা।
আরও পড়ুন: Exclusive Nusrat-Yash: 'এরকম মানুষের থেকে দূরে থাকতে হয়', নুসরত সম্পর্কে একথা কেন বললেন যশ?
এতদিন পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেন নি নুসরত। সম্প্রতি ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে জি ২৪ ঘণ্টায় প্রথমবার একসঙ্গে সাক্ষাতকার দিলেন যশ-নুসরত। আর সেখানেই এই প্রশ্ন করা হয় নুসরতকে। উত্তরে তিনি জানান-‘এই প্রশ্নই ফিরে ফিরে আসে, একটা সময় প্রশ্ন ছিল, আমার বাচ্চার বাবা কে? সেটা জানার পর এই প্রশ্ন বিয়ে করেছ কিনা? বিয়ে করলেই কি চিৎকার করে বলতে হবে করেছি? তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ পরিবার। আমাদের সন্তান আছে, আমরা এক পরিবার, এবার পরিবার তৈরির রীতি সকলেরই জানা। সেটাই তো প্রমাণ করে বিয়ে করেছি কিনা। প্রত্যেকে ঠিক যেভাবে পরিবার তৈরি করে, আমরাও সেভাবেই তৈরি করেছি। আশা করি সকলেই বুঝবে। আমি সিঁদুরও পরি, কেন পরব না? আমরা একই ট্র্যাডিশন মেনেছি, শুধু ট্রেন্ড বদলেছি, এটুকুই।’
প্রসঙ্গত প্রেম দিবসেই নুসরত ও যশ একে অপরকে বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে রাজস্থান ট্রিপেই নুসরতকে সিঁদুর পরে দেখা যায়। যদিও এরপর নানা জল্পনা চলেছে। সব বিতর্কের অবসান ঘটিয়ে এখন তাঁরা ক্লাউড নাইনে, চুটিয়ে সংসার করছেন দুজন। সব বিতর্কের মাঝেও নিন্দুকদের প্রশ্নের উত্তর একেবারে চুপিসারে জানান দিয়ে গেলেন টলিউডের লভ বার্ডস?