জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই কলকাতায় খেলতে এসে বিয়ের কেনাকাটা করেছিলেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম(Babar Azam)। কলকাতার জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির(Sabyasachi Mukherjee) ব্রাইডাল কালেকশন(Bridal Collection) থেকে একটি শেরওয়ানি কেনেন পাকক্রিকেটার। জানা যায় সেই শেরওয়ানির দাম ৭ লক্ষ। তবে শুধু বাবর আজম নয়, বলিউডের প্রায় সব প্রথম সারির অভিনেত্রী যেমন প্রিয়াঙ্কা থেকে ক্যাটরিনা, বিয়েতে সেজেছেন সব্যসাচীর পোশাকে। এহেন দেশের অন্যতম সেরা ডিজাইনার তাঁর ব্রাইডাল কালেকশন লঞ্চ করেই তুমুল ট্রোল হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Bubly: শাকিবের পর এবার তাপস? ‘এসব নোংরা ষড়ষন্ত্র আর কত…’ বিস্ফোরক বুবলী


সম্প্রতি নিজের নয়া ব্রাইডাল কালেকশন ‘হেরিটেজ ব্রাইডাল ২০২৩’ লঞ্চ করেছেন সব্যসাচী। সেই কালেকশন পরে মডেলদের দিয়ে ফটোশ্যুটও করিয়েছেন সব্যসাচী। সেই ছবি দেখে কালেকশন সম্পর্কে প্রশংসা তো দূর, শুরু হয়েছে সমালোচনা। তবে সমালোচনা ডিজাইন বা জামাকাপড় নিয়ে নয়। ব্রাইডাল কালেকশনে মডেলদের বিষাদগ্রস্ত মুখ দেখে শুরু হয়েছে সমালোচনা।



নেটিজেনদের অনেকেরই মতামত, যে সব্যসাচীর মডেলদের মুখে হাসি নেই। শুধু তাই নয়, তাঁরা সবাই যেন ভীষণ রেগে আছেন। যা দেখে নেটিজেনদের মতামত, এটি রুচিশীল নয়। নেটিজেনদের একত্রেই সকলে প্রশ্ন তুলেছেন মডেলদের এক্সপ্রেশন নিয়ে। এমনকী অনেকেই লিখেছেন যে, এর চেয়ে ম্যানিকুইনদের পোশাক পরিয়ে ছবি তোলার আর্জি করেন নেটিজেনরা।এক ব্যক্তি লিখেছেন, ‘সব্যসাচী এবার বিষাদের ডিজাইনও লঞ্চ করল’। অন্য এক ব্যক্তি লেখেন, ‘মনে হচ্ছে, ইজিপ্টের মমিরা উঠে এসেছে।’ কেউ লেখেন, ‘একবার এদের মুখ দেখ! যেন সবাই মৃত।’ আরও একজন লেখেন, ‘মনে হচ্ছে এরা শ্রাদ্ধে এসেছে’।


আরও পড়ুন- Rashmika Mandanna: আচমকাই ভাইরাল রশ্মিকার আপত্তিকর ভিডিয়ো, দেখে শিউরে উঠলেন নায়িকা...



পাশাপাশি এই ব্রাইডল কালেকশনের জন্য ফ্যাব্রিক এবং ডিজাইনের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন ফ্যাশন এনথুসিয়াস্টরা। তাঁরা তাঁদের অসন্তোষ প্রকাশ করে বলেন যে  বিবাহের মতো একটি গুরুত্বপূর্ণ উপলক্ষের জন্য এই ধরনের ফ্যাব্রিক এবং নকশা অযৌক্তিক।এই প্রথম নয়, এর আগেও নিজের মডেলদের 'দুঃখজনক'  এক্সপ্রেশনের জন্য ট্রোলড হতে হয়েছে সব্যসাচীকে। চলতি বছরের শুরুর দিকেও ডিজাইনার যখন তাঁর কালেকশন লঞ্চ করেছিলেন, তখন সমালোচিত হয়েছিলেন যে, বিয়ের কালেকশন দেখানোর জন্য এই মডেলকে বেশ মনমরা দেখাচ্ছে।


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)